৬০ কিমি বেগে বইতে পারে ঝড়, সার্বিক ভাবে বিপদ কেটেছে কলকাতার

পূর্বাভাসে খুব বেশি বিপদের আশঙ্কা ছিল না কলকাতায়। সাইক্লোনের প্রভাব তেমনভাবে পড়বে না বলেই মনে করা হচ্ছে।

৬০ কিমি বেগে বইতে পারে ঝড়, সার্বিক ভাবে বিপদ কেটেছে কলকাতার
বাড়ছে গঙ্গার জল
Follow Us:
| Updated on: May 26, 2021 | 12:22 PM

কলকাতা: আমফানে সাইক্লোনের বীভৎস রূপ দেখেছিল কলকাতা। উপকূলবর্তী জেলাগুলিতে আশঙ্কা থাকে প্রত্যেকবারই। তবে কলকাতা তছনছ হয়ে যাওয়ায় গত বার রাজ্যের অবস্থা আরও বেহাল হয়ে গিয়েছিল। প্রশাসন তাই এবার রাজধানী নিয়ে বিশেষ তৎপরতা দেখিয়েছে। কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে এ বার মহানগরে তেমন বিপদের আশঙ্কা নেই।

এ দিন সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ সাইক্লোন ইয়াস আছড়ে পড়েছে ওড়িশার বালেশ্বরে উপকূলের কাছে। পূর্বাভাসেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, কলকাতায় হাওড়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আর বুধবার সকালে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ৬০ কিলোমিটারের বেশি গতিবেগ হবে না বলেই অনুমান করা হচ্ছে। সুতরাং এ বার কলকাতায় সাইক্লোনের তাণ্ডব সে ভাবে দেখা যাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামিকাল অর্থাৎ ২৭ মে কলকাতায় বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছিল পূর্বাভাসে। সেই বৃষ্টির পরিমাণও খুব বেশি হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: সমুদ্রের জল ঢুকতে শুরু করল গ্রামে! প্রবল জলোচ্ছ্বাস, তছনছ হতে শুরু করেছে দিঘা

কলকাতায় ইয়াসের আশঙ্কায় ইতিমধ্যেই অনেক সতর্কতা নেওয়া হয়েছে।শহরের ৮টি উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের সময় উড়ালপুলে কোনও গাড়ি চলবে না। এছাড়া গত কাল রাত থেকেই কলকাতার ব্যস্ততম এলাকাগুলিতে আলো নিভিয়ে দেওয়া হয়, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনও অঘটন না ঘটে।