কেন লুকিয়েছিলেন বৈবাহিক সম্পর্ক? এবার প্রিয়াঙ্কা-জুনিয়ারের বাবা-মাকে মুখোমুখি বসিয়ে জেরা
জেরায় ধৃত প্রিয়াঙ্কা জানিয়েছেন, জুনিয়রের সঙ্গে আলাপ পরিচয়ের পর নিয়মিত কথা হত তাঁদের মধ্যে। একসঙ্গে একাধিক জায়গায় ঘুরতেও যেতেন তাঁরা। তবে জুনিয়রের থেকে নিজের বৈবাহিক সম্পর্ক কেন লুকিয়েছিলেন প্রিয়াঙ্কা, ,তার কোনও সঠিক উত্তর দিতে পারেননি।
কলকাতা: জুনিয়র মৃধার বাবা-মাকে তলব করল সিবিআই। তাঁদের মুখোমুখি বসিয়েই জেরা করা হবে খুনের ঘটনায় ধৃত বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে। সিবিআই বলছে, প্রিয়াঙ্কার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রিয়াঙ্কা সিআইডিকে যে বয়ান দিয়েছিল, তার সঙ্গে সিবিআই-কে দেওয়া বয়ানে একাধিক ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
বৃহস্পতিবারই সিবিআই প্রিয়াঙ্কার গাড়িচালককে তলব করে। ঘটনার দিন প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে কোথাও গিয়েছিলেন কিনা, কাদের সঙ্গে সেদিনে দেখা করেছিলেন- সেসব তথ্য জানার চেষ্টা করছে সিবিআই। গোয়েন্দারা মনে করছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারেন। সেই সূত্র খুঁজতেই এই জেরা।
৯ বছর আগের একটি খুনের ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা একের পর এক জট খুলছেন। উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রিয়াঙ্কার ‘রঙিন’ জীবনযাপন, একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা, একইসময়ে অনেকগুলি সম্পর্কে জড়ানো- এই সব কারণ কাজ করেছিল জুনিয়র মৃধা খুনে। লাগাতর জেরা করা হচ্ছে জুনিয়র মৃধাকে।
প্রথমে সোশ্যাল মিডিয়ায় চ্যাট, পরে জিম। প্রিয়াঙ্কার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে জুনিয়র মৃধা (Junior Mridha Murder Case)। প্রিয়াঙ্কা তাঁকে জানিয়েছিলেন, তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কিন্তু লাস্যময়ীর প্রেমে যখন পড়ছিলেন, তখন জুনিয়র ঘুণাক্ষরেও টের পাননি বান্ধবী বিবাহিত। সেসময় মোহনবাগানের প্রাক্তন কর্তার পুত্রবধূ ছিলেন তিনি। অবশ্য তদন্তকারীরা জানতে পেরেছেন, সেসময় জুনিয়র ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।
তদন্তে জানা যায়, ২০০৯ সালের একটি রিয়্যালিটি শোতে জুনিয়র জানতে পারেন, তাঁর বান্ধবী আসলে বিবাহিত। প্রিয়াঙ্কাকে শাঁখা সিঁদুর পরা অবস্থায় দেখে চমকে ওঠেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে সেসময় জুনিয়রের বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল তাঁর পরিবার। ঝামেলার সূত্রপাত সেই থেকে। সেসময় টলিউডের উঠতি প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা।
জেরায় ধৃত প্রিয়াঙ্কা জানিয়েছেন, জুনিয়রের সঙ্গে আলাপ পরিচয়ের পর নিয়মিত কথা হত তাঁদের মধ্যে। একসঙ্গে একাধিক জায়গায় ঘুরতেও যেতেন তাঁরা। তবে জুনিয়রের থেকে নিজের বৈবাহিক সম্পর্ক কেন লুকিয়েছিলেন প্রিয়াঙ্কা, ,তার কোনও সঠিক উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: আবেদনে সাড়া আদালতের, ছেলের হত্যা মামলায় যুক্ত হলেন মণীশের বাবা
কলরেকর্ড ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০১১ সালে ঘটনার দিন রাত ৯.২০ মিনিটে শেষবার জুনিয়র ও প্রিয়াঙ্কার কথা হয়। ত্রিকোণ সম্পর্ক নাকি অন্য কোনও ব্যাপার? এই ঘটনায় আর কে কে জড়িত? প্রিয়াঙ্কাকে লাগাতর জেরা করে সে তথ্যই জানার চেষ্টা করছে সিবিআই।