সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ছে অনেকটাই, বদলাচ্ছে শেষ মেট্রো ছাড়ার সময়ও

Kolkata Metro: কমানো হয়েছে দুই মেট্রোর মাঝের ব্যবধান। বাড়ানো হয়েছে শেষ মেট্রো ছাড়ার সময়সীমা।

সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ছে অনেকটাই, বদলাচ্ছে শেষ মেট্রো ছাড়ার সময়ও
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 7:23 PM

কলকাতা: সাধারণ জনগণের ছাড় নেই। তবে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য মেট্রোর সংখ্যা আরও কিছুটা বাড়াতে চলেছে কলকাতা মেট্রোয়। আগামী সোমবার থেকে ৬২ থেকে বাড়িয়ে দৈনিক মেট্রো চলাচলের সংখ্যা ৯০ করা হচ্ছে বলে খবর মেট্রো সূত্রে। ফলে সকালে ও বিকেলে অফিস টাইমে এখন মোট ৪৫ জোড়া মেট্রো চলবে। একই সঙ্গে কমানো হয়েছে দুই মেট্রোর মাঝের ব্যবধান। বাড়ানো হয়েছে শেষ মেট্রো ছাড়ার সময়সীমা।

মেট্রো পরিষেবা শুরু হওয়ার সময়ের ক্ষেত্রে অবশ্য কোনও বদল আনা হয়নি। সকাল সাড়ে ৮ টায় প্রথম মেট্রো ছাড়বে দমদম ও কবি সুভাষ থেকে। চলবে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের পরিষেবা শুরু হবে বিকেল ৩টে বেজে ৪৫ মিনিট থেকে। চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এর আগে যদি সন্ধ্যা সাড়ে ৬ টায় ছাড়ত শেষ মেট্রো। সেই সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি দুই বেলাই অফিস টাইমে মেট্রো চলবে ৪ মিনিটের ব্যবধানে। এমনটাই জানাচ্ছে মেট্রো সূত্র। যদিও রবিবার কোনও পরিষেবা মিলবে না।

আরও পড়ুন: না চাইতেই অ্যাকাউন্টে ২৫ হাজার! ‘রূপশ্রী’ প্রকল্পে বিবাহিত মহিলারাও পাচ্ছেন টাকা, নেপথ্যে কারা?

করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে সার্বিক বিধিনিষেধের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিবহনের ক্ষেত্রে রাশ আলগা করা হয়েছে। আগের চেয়ে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তার মধ্যে মেট্রোর এই বিশেষ পরিষেবার অঙ্গ হিসাবে ট্রেনের সংখ্যা বাড়ানো হল। কিন্তু তা নির্দিষ্ট কয়েকটি পেশার সঙ্গে যুক্তদের জন্য। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রো ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: ‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকের কান ঝালাপালা করে দিন’, বিজেপির ক্লাসরুমে নির্দেশ ‘স্যর’ শুভেন্দুর

TV9 EXCLUSIVE

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?