Underwater Metro: গঙ্গার নীচের মেট্রোয় প্রথম দিনেই এত্ত ভিড়! কত যাত্রী হল ঐতিহাসিক সফরে

Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে মেট্রোর যাত্রা শুরুর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। মেট্রোর টোকেন কেটে, প্রথম দিনের গঙ্গা-তলের সফরকে উপভোগ করেছেন অনেক উৎসক শহরবাসী। আর তারই প্রতিফলন দেখা গেল যাত্রীসংখ্যায়। প্রথম দিনেই গঙ্গার নীচের মেট্রোয় যাত্রী সংখ্যা ছাড়িয়ে গেল ৭০ হাজার।

Underwater Metro: গঙ্গার নীচের মেট্রোয় প্রথম দিনেই এত্ত ভিড়! কত যাত্রী হল ঐতিহাসিক সফরে
গঙ্গার নীচ দিয়ে মেট্রোImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 9:18 PM

কলকাতা: গঙ্গার নীচ দিয়ে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। শুক্রবার থেকেই চালু হয়েছে গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল। আর গঙ্গার নীচ দিয়ে প্রথম দিনের যাত্রাতেই এক ইতিহাস লিখল কলকাতা মেট্রো। শুক্রবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোয় চেপেছেন ৭০ হাজারেরও বেশি যাত্রী। গঙ্গার নীচ দিয়ে মেট্রোর যাত্রা শুরুর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। মেট্রোর টোকেন কেটে, প্রথম দিনের গঙ্গা-তলের সফরকে উপভোগ করেছেন অনেক উৎসক শহরবাসী। আর তারই প্রতিফলন দেখা গেল যাত্রীসংখ্যায়। প্রথম দিনেই গঙ্গার নীচের মেট্রোয় যাত্রী সংখ্যা ছাড়িয়ে গেল ৭০ হাজার।

শুক্রবার হাওড়া ময়দান স্টেশন থেকে মেট্রোয় উঠছেন ২৩ হাজার ৪৪৪ জন যাত্রী। হাওড়া স্টেশন থেকে মেট্রোয় চেপেছেন ২০ হাজার ৯২৩ জন যাত্রী। এরপর মহাকরণ স্টেশন থেকে মেট্রোয় যাত্রা করেছেন ১৩ হাজার ৪৫৩ জন এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে ইস্ট-ওয়েস্ট লাইনের মেট্রোয় উঠেছেন ১২ হাজার ৩৮৪ জন। সব মিলিয়ে মোট ৭০ হাজার ২০৪ জন যাত্রী প্রথম দিনে গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের সাক্ষী থাকলেন। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গার তলার মেট্রোর ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে এসেছিলেন। তাঁদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, মেট্রোর যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য মেট্রোর কর্মীরা অবিরাম পরিশ্রম ররে গিয়েছেন। পাশাপাশি ইন্টিগ্রেটেড টিকিট থাকার ফলে এসপ্ল্যানেড থেকে মেট্রো বদল করার ব্যবস্থাও বেশ সুবিধাজনক হয়েছে যাত্রীদের জন্য। এসপ্ল্যানেড ও কবি সুভাষ থেকে মেট্রো বদল করার ক্ষেত্রে যাত্রীদের সাহায্য করার জন্য সবসময় মেট্রোর কর্মীরা উপস্থিত রয়েছেন।