ভুয়ো টিকাকরণের পর্দাফাঁস হতেই নড়েচড়ে বসল পুরসভা, পোর্টাল তৈরির প্রস্তাব স্বাস্থ্যভবনে
পুরসভা অনুরোধ জানিয়েছে, এমন একটি প্রযুক্তির সূচনা করতে হবে যাতে কোথাও টিকাকরণ শুরু করার আগে এই পোর্টালের মাধ্যমে অনুমতি নেওয়া যায়।
কলকাতা: কসবায় ভুয়ো টিকাকরণ এবং জালিয়াত আইএএস পাকড়াও হওয়ার পরই নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। এই ঘটনার পুরনাবৃত্তি যাতে কোনও ভাবেই না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে পুরসভা। আর সেই স্বার্থে বুধবার পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্যভবনে একটি পোর্টাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
কেমন হবে সেই পোর্টাল? পুরসভা অনুরোধ জানিয়েছে, এমন একটি প্রযুক্তির সূচনা করতে হবে যাতে কোথাও টিকাকরণ শুরু করার আগে এই পোর্টালের মাধ্যমে অনুমতি নেওয়া যায়। স্বাস্থ্য দফতর অনুমোদন দিলে তবেই টিকাকরণের ছাড়পত্র মিলবে।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আমরা স্বাস্থ্য দফতরকে একটা পোর্টাল তৈরি করতে বলেছি। যদি কেউ দুয়ারে ভ্যাকসিন করে, তাহলে কোন দুয়ারে ভ্যাকসিন হচ্ছে, তার তথ্য থানা-সহ পুরসভা এবং স্বাস্থ্য দফতরের কাছে থাকবে।”
আরও পড়ুন: মিমির অভিযোগের আগেই এফআইআর! তারপরও অবাধ বিচরণ দেবাঞ্জনের, প্রশ্নের মুখে প্রশাসন
সূত্রের খবর, শহর কলকাতায় সরকারি-বেসরকারি এবং ক্লাব সমিতি অথবা ব্যক্তিগত উদ্যোগে কোথায় কোথায় করোনা টিকা দেওয়া হচ্ছে, তার খুঁটিনাটি তথ্য থাকবে এই পোর্টালে। সেই সঙ্গে কোন কোন সেন্টার থেকে কত জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই তথ্য দেওয়া হবে। কোথাও টাকা নিয়ে টিকাকরণ করা হলে সেই তথ্যও উল্লেখ করতে হবে। টিকাকরণ হলে এ বার থেকে স্থানীয় পুলিশ কলকাতা, পুরসভা-সহ রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে সেই তথ্য থাকবে। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পর এই পদক্ষেপ কেন?