বেলেল্লাপনা থেকে যত্র-তত্র থুতু, বড়দিনে শহরে গ্রেফতার ৫৫৮
সবচেয়ে বেশি গ্রেফতারি হয়েছে মদ্যপ অবস্থায় বেলেল্লাপনা ও অসংলগ্ন আচরণ করার অভিযোগে। এরকম ৩২৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস।
কলকাতা: করোনা নিয়ে সার্বিক ভীতি কেটে এলেও যতদিন ভাইরাসের অস্তিত্ব আছে ততদিন ঝুঁকিও পুরোপুরি দমে আছে। তাই বড়দিনের রাতে শহর ও শহরতলির বাসিন্দারা পথে নামলেও কোভিড বিধি পালন হচ্ছে কিনা সেদিকে কড়া নজর ছিল কলকাতা পুলিসের (Kolkata Police)। একই সঙ্গে নেশায় উন্মত্ত যুবক-যুবতীর নিয়ন্ত্রণ করতেও পুলিস ছিল সচেষ্ঠ। সেই মতো নানা বিধি লঙ্ঘনের পাশাপাশি শহরের রাস্তায় বেলেল্লাপনার অভিযোগে কেবল শুক্রবারেই ৫০০-র বেশি গ্রেফতার করা হয়েছে।
লাল বাজার সূত্রে খবর, বর্ষশেষে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামতে পারে এমন প্রত্যাশা আগে থেকেই করা হয়েছিল। সেই মতো অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রস্তুতি আরও বেশি। যেখানে মাস্ক ছাড় বিচরণ পুলিস দেখতে পেয়েছে, সেখানেই চলেছে ধরপাকড়। শহরের নানা এলাকায় বিনা মাস্কে ঘোরার জন্য গতকাল মোট ১৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। কোভিড বিধি না মেনে যেখানে সেখানে থুতু ফেলার অপরাধে ২৯ জনকে হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার রুটিন জানাল পর্ষদ
তবে সবচেয়ে বেশি গ্রেফতারি হয়েছে মদ্যপ অবস্থায় বেলেল্লাপনা ও অসংলগ্ন আচরণ করার অভিযোগে। এরকম ৩২৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। সবমিলিয়ে গত এক রাতেই মোট ৫৫৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস।
আরও পড়ুন: কলকাতায় হল পেল না ‘বাঘিনী’, ছবি স্ক্রিনিংয়ের আর্জি নিয়ে কালীঘাটে দিদির বাড়িতে ‘মমতা’