আমপান থেকে শিক্ষা নিয়ে ইয়াস মোকাবিলায় থানাগুলিকে ৮ দফা নির্দেশ কমিশনারের

কলকাতার সব থানার ওসি ও ডিসিদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠকের আয়োজন করা হয়। একনজরে দেখে নিন আজকের বৈঠকে কী কী নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে...

আমপান থেকে শিক্ষা নিয়ে ইয়াস মোকাবিলায় থানাগুলিকে ৮ দফা নির্দেশ কমিশনারের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 20, 2021 | 7:17 PM

কলকাতা: আপমানের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে এ বার ইয়াসের জন্য প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং তার জেরে সম্ভবত ঘূর্নিঝড় নিয়ে আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে এ দিন নগরপাল সৌমেন মিত্রর নেতৃত্বে একটি বৈঠক হয় লালবাজারে। কলকাতার সব থানার ওসি ও ডিসিদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠকের আয়োজন করা হয়। একনজরে দেখে নিন আজকের বৈঠকে কী কী নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে…

১. পুরসভা, দমকল, সিএসসি, বিপর্যয় মোকাবিলা দল প্রত্যেকের সঙ্গে সুষ্ঠু যোগাযোগ রাখতে হবে। ২. থানায় রাখতে হবে রেইন জ্যাকেট, গামবুট, করাত, ইলেকট্রিক করাত, হেলমেট-সহ সবরকম জরুরি সরঞ্জাম। ৩. প্রত্যেক থানা এলাকায় যে সব সরকারি-বেসরকারি, কোভিড, নন কোভিড হাসপাতাল আছে, সেখানে জেনারেটর ও অক্সিজেন সাপ্লাই ঠিক রয়েছে কি না সে বিষয়ে খোঁজ নিতে হবে। ৪. যেসব থানা এলাকায় পুরনো বাড়ি রয়েছে, সেখানকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলতে হবে।

আরও পড়ুন: ‘ঝুঁকি নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা’, ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

৫. সিইএসসি কিংবা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ, দুই সংস্থাকে বলতে হবে তারা যেন পর্যাপ্ত সংখ্যক কর্মী আগাম প্রস্তুত রাখার ব্যবস্থা করে। গতবার আমফানের পর কর্মীর অভাবে গোটা শহরে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। এ বার তেমনটা চায় না কলকাতা পুলিশ। ৬. রাস্তার ম্যানহোল পরিষ্কার করে রাখতে হবে যাতে জল দ্রুত নামতে পারে। এ বিষয়ে পুরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে। ৮. কোথাও যাতে বিপজ্জনকভাবে বিদ্যুতের তার বেরিয়ে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: ‘ববিকে জেল থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার’, নবান্ন থেকে ফিরে ফিরহাদের বাড়িতে হাজির মমতা