Aadhaar Card Fraud: আধারের তথ্য হাতিয়ে প্রতারণা, সর্বস্বান্ত হওয়া রুখতে কী পরামর্শ সাইবার সেলের?
Aadhaar Card Fraud: এবার আধার সংক্রান্ত প্রতারণা রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ। ফলাও করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। আধার এনেবলড পেমেন্ট সিস্টেম বা AEPS নিয়ে বিশেষভাবে করা হয়েছে সতর্ক।
কলকাতা: আপনি আপনার বাড়িতে খুব যত্ন করে, নিরাপত্তার সঙ্গে রেখেছেন আপনার আধার কার্ড। কিন্তু, তাতে কী! এই আধারকে হাতিয়ার করেই হয়ে যাচ্ছে তথ্য চুরি। গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। এবার এই জালিয়াতি রুখতে আসরে কলকাতা পুলিশ। করতে হবে তথ্য লক। আধার-প্রতারণা ঠেকাতে বিশেষ সতর্কবার্তা পুলিশের। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে চলছে প্রতারণা। পাতা হচ্ছে নতুন নতুন ফাঁদ। আচমকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা! নানা মহল থেকে বারবার উঠেছে এমন অভিযোগ। শোরগোল পড়েছে নানা মহলে। আর এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে আরও সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতারণার এই নয়া কৌশল সম্পর্কে অবহিত করতে এই ধরনের খবর তুলে ধরছে TV9 বাংলা। প্রতারণার নয়া কৌশল নিয়ে মানুষকে আরও সজাগ করাই TV9 বাংলার উদ্দেশ্য।
এ বিষয়েই এবার রাজ্যবাসীকে সাবধান করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। সহজ কথায়, এবার আধার সংক্রান্ত প্রতারণা রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ। ফলাও করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। আধার এনেবলড পেমেন্ট সিস্টেম বা AEPS নিয়ে বিশেষভাবে করা হয়েছে সতর্ক। আধার প্রমাণীকরণের জন্য বায়োমেট্রিক তথ্য ওয়েবসাইট বা এম আধার অ্যাপের মাধ্যমে লক করে রাখার আবেদন জানাচ্ছে কলকাতা পুলিশের সাইবার সেল। কিন্তু, বর্তমানে সিংহভাগ মানুষেরই এই আধার লকের বিষয়ে সম্যক জ্ঞান নেই। কীভাবেই বা তা করতে হয় সে বিষয়েও সঠিকভাবে জানা থাকে না। এখানেই হয়ে যাচ্ছে বিপদ।
এর জন্য প্রথমে যেতে হবে এম আধার অ্য়াপে। তারপর সেখানে ওটিপি দিয়ে প্রবেশ করুন। এরপর মাই আধার অপশনে গিয়ে বায়োমেট্রিক ডিটেলস ব্লক করুন। এভাবেই আগে সুরক্ষিত করুন আপনার আধার। আর একবার ব্লক করলে যে আর আনব্লক করা যাবে না এমনটা নয়। চাইলে প্রয়োজনে আবার আনব্লকও করতে পারেন। কলকাতা পুলিশ স্পষ্ট বলছে, যখন বায়োমেট্রিক ডিটেলসের প্রয়োজন হবে, তখন কিছুক্ষণের জন্য সেটি আনলক করা যেতে পারে। এরপর পুনরায় বায়োমেট্রিক তথ্য লকের আগে কাজ করে নিতে হবে। এমনই পরামর্শ দিচ্ছে পুলিশ।