কাটল আরও একটা রাত! বিশ্ববিদ্যালয় কবে খুলবে? আন্দোলন জারি প্রেসিডেন্সিতে
Presidency University: এছাড়াও তাঁদের দাবিগুলিকে ক্রমান্বয়ে বলতে গেলে, স্টুডেন্টস সেকশনের স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করতে হবে।
কলকাতা: ৩৬ ঘণ্টা পার হয়েছে। কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যাম্পাসে দেখা করতে আসেননি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। অথরিটি যতক্ষণ ক্যাম্পাসে এসে উপযুক্ত জবাব দিচ্ছেন না, ততক্ষণ অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলন ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে টিকাকরণ-সহ পুনরায় অফলাইন ক্লাস শুরু করার দাবিতে গত ৩ দিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। গতকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হয়। আজ, বুধবারও চলছে সেই আন্দোলন। সোমবার রাতভর ক্যাম্পাসের ভিতরে অবস্থান বিক্ষোভ জারি থাকে ছাত্রছাত্রীদের। এরপর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গণ জমায়েতেরও ডাক দেওয়া হয়।
সূত্রে খবর, বিনামূল্যে ভ্যাকসিনেশনের পাশাপাশি নিয়মিত অফলাইন ক্লাসের মতো মোট ১০ দফা দাবি-দাওয়া রয়েছে প্রেসিডেন্সির পড়ুয়াদের। একাধিক দাবিতে আন্দোলন করছেন তাঁরা। প্রথমত, তাঁদের বক্তব্য, ক্যাম্পাসের সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করাতে হবে। অবিলম্বে লাইব্রেরির কাজ পুনরায় শুরু করার দাবি তুলেছেন তাঁরা। তাঁদের আরও বক্তব্য, বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর ল্যাবরেটরি খুলে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।
এছাড়াও তাঁদের দাবিগুলিকে ক্রমান্বয়ে বলতে গেলে, স্টুডেন্টস সেকশনের স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করতে হবে। ২০২১ সালের পাস আউট ছাত্র ছাত্রীদের স্কলারশিপ, ভর্তি ইত্যাদির কারণে অবিলম্বে তাদের গ্রেড কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে রিভিউ এবং রি-এক্সামের ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাস খোলার বিষয়ে পর্যালোচনার জন্য ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে কমিটি গঠন করতে হবে।
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের দু’টি হস্টেল খুলতে হবে। করোনাকালে বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সকল স্নাতক উত্তীর্ণদের স্নাতকোত্তরে ভর্তি নিশ্চিত করতে হবে। এ বছর ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা না নেওয়া হলেও আগামী বছরে প্রবেশিকা পরীক্ষা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, বাকি সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপও যখন শুরু হয়ে গিয়েছে, এমনকী বার-রেস্তোরাঁও যখন রমরমিয়ে চলছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে তালা কেন? যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় খুলে ক্লাস চালু করার দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে বলেই জানিয়ে রেখেছেন বিক্ষোভকারী পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয় কবে খুলবে? কবে ফের শুরু হবে ক্লাস? এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। আন্দোলনরত এক পড়ুয়ার বক্তব্য, “আমরা চাই ক্লাস শুরু হোক। প্রায় দু’বছর ঘরে বসা। আমরা যখন ক্লাস চালুর করার দাবিতে আন্দোলন শুরু করেছি, তখন অন্যদিকে রাজ্যের বিভিন্ন আইটিআই ও পলিটেকনিক কলেজগুলিতে ক্লাস শুরু হয়ে গিয়েছে।” প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখনও আন্দোলন চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতিক্রম হয়েছে আন্দোলনের ৩৬ ঘণ্টা।
আরও পড়ুন: Behela Murder: কীভাবে তপনের আংটিতে রক্তের দাগ? একাধিক অচেনা ব্যক্তির ফোন! পর্ণশ্রী খুনে জটিল ধাঁধা