শুক্রবার রাত ১২ টার পর থেকে বন্ধ শিয়ালদা ফ্লাইওভার

এই ক'দিন শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে যে বাসগুলি যেত, তা অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

শুক্রবার রাত ১২ টার পর থেকে বন্ধ শিয়ালদা ফ্লাইওভার
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 2:35 PM

কলকাতা: আগামী শুক্রবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার (Sealdah Bridge)। ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মেট্রোর দ্বিতীয় টানেলের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিস এই তথ্য জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। এই ক’দিন শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে যে বাসগুলি যেত, তা অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শুক্রবার রাত বারোটার পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মেট্রো প্রকল্পের মাটির তলার কাজ করার জন্য কিছুদিন আগেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কলকাতা পুলিসের কাছে এই আবেদন জানানো হয়। সেই আবেদন মেনেই কলকাতা পুলিস এই নির্দেশিকা জারি করে। উল্লেখ্য, ৪ জানুয়ারি থেকেই শিয়ালদা থেকে বউবাজার অভিমুখে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: আজও বিক্ষোভে শিক্ষকরা, অর্ধনগ্ন মিছিলের ডাক, ভাঙা হল ব্যারিকেড!

গত অক্টোবরেও কিছুদিন বন্ধ ছিল শিয়ালদা ব্রিজ। তখন ব্রিজের ওপর দিয়ে উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এবারও রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড হয়ে যে গাড়িগুলি আসবে, তাদের অন্য রুটে গন্তব্যে পাঠানো হবে।