Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেপরোয়া ক্লাব ভাঙচুর! মুচিপাড়া কাণ্ডে দায়ের হল তৃতীয় এফআইআর

Muchipara Case: এই পরিস্থিতির মাঝেই সজল ঘোষ নামক এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে দুটি এফআইআর দায়ের করে তৃণমূল।

বেপরোয়া ক্লাব ভাঙচুর! মুচিপাড়া কাণ্ডে দায়ের হল তৃতীয় এফআইআর
উত্তপ্ত মুচিপাড়া চিত্র সাংবাদিক কুণাল গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 10:37 AM

কলকাতা: মুচিপাড়া কাণ্ডে (Muchipara Case) তৃতীয় এফআইআর (FIR) দায়ের হল কলকাতায়। বেপরোয়াভাবে ক্লাব ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তবে নির্দিষ্ট কারোর নামে নয়, এফআইআর দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেই। আইপিসি ৪২৭, ৩২৩, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারাগুলি সবকটিই জামিন যোগ্য। আজই, ধৃতদের তোলা হবে আদালতে। এদিকে, নিরাপত্তার খাতিরে মুচিপাড়া থানা থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা সজল ঘোষকে।

বিজেপির অভিযোগ, পুলিশ পক্ষপাতিত্ব করছে। তাঁদের অভিযোগ, মুচিপাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদা মেইন ব্রাঞ্চ এসএমবি নামক ক্লাবে ভাঙচুর করেন ৪৯ ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। আর তা নিয়েই ঝামেলার সূত্রপাত। কিন্তু পুলিশ সেই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে না। বিজেপি কর্মীদের ওপর হামলাও হয়েছে। তার ভিত্তিতে মুচিপাড়া থানায় তৃতীয় অভিযোগ দায়ের হয়েছে।

শুক্রবার রাতে রীতিমতো হিন্দি সিরিয়ালের মতো বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। মুচিপাড়া থানার বিপরীতে থাকা বিজেপির একটি ক্লাবে এই সংঘর্ষ বাঁধে। বিজেপির দাবি, গতকাল রাতে বিনা প্ররোচনায় একদল তৃণমূল কর্মী সমর্থক ওই ক্লাবে ঢুকে নির্বিচারে মারধর করে। কোনও কারণ ছাড়াই হামলা চালানো হয়। জিনিসপত্রও ভাঙচুর করে।

এই পরিস্থিতির মাঝেই সজল ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে দুটি এফআইআর দায়ের করে তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে সজল ঘোষকে শুক্রবার গ্রেফতার করতে যায় পুলিশ। তা নিয়ে অশান্তি আরও বাড়ে।

শুক্রবার বিকেলে মুচিপাড়ার থানার পুলিশ ওসির নেতৃত্বে সজল ঘোষের বাড়িতে পৌঁছয়। কিন্তু পুলিশ দরজা খুলতে বললে সজল বেঁকে বসেন। ঘরের ভেতরে থাকলেও দরজা আটকে রাখেন সজল। তারপরই দরজা ভাঙতে উদ্যত হয় মুচিপাড়া থানার পুলিশ। সেই মতো লাথি বৃষ্টি চালিয়ে সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাত পর্যন্ত ধৃত সজলের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।

বিজেপি নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই অভিযোগ তুলে রাস্তা নামেন দলীয় কর্মী সমর্থকরা। শনিবারই সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে বড় করে ব্যানার টাঙানো হয়েছে। মিথ্যা মামলায় সজল ঘোষকে গ্রেফতার কেনো, মুচিপাড়া পুলিশ জবাব দাও, ব্যানারে বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে বিজেপির।

সজল ঘোষের বাড়ি যান শুভেন্দু। সজলের স্ত্রীয়ের সঙ্গে দেখা করেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দরজা ভেঙে সজলকে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে, তা আইনসিদ্ধ নয় বলেই ক্ষোভ উগরে দেন তিনি। অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, “সজলের গ্রেফতারের ঘটনা সিনেমা সিরিয়ালের ঘটনার মত। অথচ কেউ ধর্ষিতা বা খুন হলে পুলিশ এত তৎপর হয় না। বিরোধীদের ট্যুইট দেওয়ার জন্য ফলস কেস দেওয়া হয়েছে। এই রকম ফলস ৩৫ হাজার কেস আছে। পুরো বিষয়টি দিল্লিতে জানানো হয়েছে।”  মুচিপাড়া কাণ্ডে এখনও পর্যন্ত তিনটি এফআইআর দায়ের হয়েছে। আরও পড়ুন: ‘হিন্দি সিরিয়ালের দয়ার ভূমিকায় ননসেন্স পুলিশ’, মুচিপাড়ায় বিজেপি নেতা সজল ঘোষের গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের