Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Year Celebration: নাচে-গানে-উন্মাদনায় ২০২৪-কে স্বাগত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

New year celebration 2024: বড়দিন-এর মতোই ৩১ ডিসেম্বর রাতে উন্মাদনায় মেতে উঠেছে কলকাতার পার্কস্ট্রিট। শুধু পার্কস্ট্রিট নয়, ফ্লোটেল, গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় চলল বর্ষশেষ ও নববর্ষের পার্টি। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতাবাসী। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

New Year Celebration: নাচে-গানে-উন্মাদনায় ২০২৪-কে স্বাগত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা পার্ক স্ট্রিটে নববর্ষ উদযাপন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 12:21 AM

কলকাতা: বিদায় ২০২৩। আলোর রোশনাই থেকে নাচে-গানে, উন্মাদনায় নতুন বছর, ২০২৪-কে বরণ করে নিল কলকাতা থেকে গোটা বিশ্ব। বড়দিন-এর মতোই ৩১ ডিসেম্বর রাতে উন্মাদনায় মেতে উঠেছে কলকাতার পার্কস্ট্রিট। শুধু পার্কস্ট্রিট নয়, ফ্লোটেল, গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় চলল বর্ষশেষ ও নববর্ষের পার্টি। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতাবাসী। নতুন বছরের প্রাক-লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেবল কলকাতা নয়, ইংরেজির নববর্ষকে স্বাগত জানাতে মেতে উঠেছে দিঘা থেকে দুর্গাপুর, মন্দারমণি থেকে দার্জিলিং, গোটা বাংলা। আবার মুম্বই, দিল্লি, চেন্নাই, লখনউ, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দাও মেতে উঠেছে নববর্ষ উদযাপনে। আলোর রোশনাইয়ে উজ্জ্বল হয়ে উঠেছে বিশিষ্ট স্থানগুলি। বলা যায়, রাতভোর পার্টি-হুল্লোড়ে মেতে উঠেছে আট থেকে আশি।

যদিও ভৌগোলিক অবস্থান অনুসারে, ঘড়ির কাঁটায় নতুন বছর প্রথম শুরু অকল্যান্ডে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তারপর একে-একে বিভিন্ন দেশে নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়। স্বাভাবিকভাবেই হই-হুল্লোড়, উন্মাদনায় মেতে ওঠে গোটা বিশ্ব।