New Year Celebration: নাচে-গানে-উন্মাদনায় ২০২৪-কে স্বাগত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
New year celebration 2024: বড়দিন-এর মতোই ৩১ ডিসেম্বর রাতে উন্মাদনায় মেতে উঠেছে কলকাতার পার্কস্ট্রিট। শুধু পার্কস্ট্রিট নয়, ফ্লোটেল, গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় চলল বর্ষশেষ ও নববর্ষের পার্টি। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতাবাসী। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বিদায় ২০২৩। আলোর রোশনাই থেকে নাচে-গানে, উন্মাদনায় নতুন বছর, ২০২৪-কে বরণ করে নিল কলকাতা থেকে গোটা বিশ্ব। বড়দিন-এর মতোই ৩১ ডিসেম্বর রাতে উন্মাদনায় মেতে উঠেছে কলকাতার পার্কস্ট্রিট। শুধু পার্কস্ট্রিট নয়, ফ্লোটেল, গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় চলল বর্ষশেষ ও নববর্ষের পার্টি। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতাবাসী। নতুন বছরের প্রাক-লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2023
কেবল কলকাতা নয়, ইংরেজির নববর্ষকে স্বাগত জানাতে মেতে উঠেছে দিঘা থেকে দুর্গাপুর, মন্দারমণি থেকে দার্জিলিং, গোটা বাংলা। আবার মুম্বই, দিল্লি, চেন্নাই, লখনউ, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দাও মেতে উঠেছে নববর্ষ উদযাপনে। আলোর রোশনাইয়ে উজ্জ্বল হয়ে উঠেছে বিশিষ্ট স্থানগুলি। বলা যায়, রাতভোর পার্টি-হুল্লোড়ে মেতে উঠেছে আট থেকে আশি।
যদিও ভৌগোলিক অবস্থান অনুসারে, ঘড়ির কাঁটায় নতুন বছর প্রথম শুরু অকল্যান্ডে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তারপর একে-একে বিভিন্ন দেশে নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়। স্বাভাবিকভাবেই হই-হুল্লোড়, উন্মাদনায় মেতে ওঠে গোটা বিশ্ব।