Kunal Ghosh on Sovan Chatterjee: ‘তোমার যা সমস্যা, বাড়ির মধ্যেই রাখতে দাদা’, রত্নাকে পাশে নিয়ে বার্তা কুণালের

Kunal Ghosh on Sovan Chatterjee: ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরবর্তীতে কিছুদিন দলে সক্রিয় থাকলেও ক্রমশ রাজনীতির সঙ্গে দূরত্ব বেড়েছে প্রাক্তন মন্ত্রীর।

Kunal Ghosh on Sovan Chatterjee: 'তোমার যা সমস্যা, বাড়ির মধ্যেই রাখতে দাদা', রত্নাকে পাশে নিয়ে বার্তা কুণালের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 10:09 AM

কলকাতা: একসময় তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যেই থাকতেন শোভন চট্টোপাধ্যায়। প্রায় চার বছর হয়ে গেল সেই প্রাক্তন মেয়রের সঙ্গে ছিন্ন হয়েছে তৃণমূলের সম্পর্ক। বিজেপিতে যোগ দিলেও আপাতত রাজনীতিতে আর সেভাবে সক্রিয় হতে দেখা যায় না তাঁকে। বেহালায় দাঁড়িয়ে সেই শোভনকে বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শোভনের প্রাক্তন স্ত্রী তথা বেহালা পূর্বের বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে পাশে নিয়েই কুণাল ঘোষ দাবি করলেন বিজেপিতে গিয়ে শোভন ঠিক করেননি। ব্যক্তিগত সমস্যা বাড়িতে রাখলেই পারতেন, এমনই মন্তব্য করেছেন কুণাল।

বিজয়া সম্মেলনী উপলক্ষে বেহালার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। বক্তব্যের মাঝে তিনি উল্লেখ করেন, ২০২১ বা তার আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। এই প্রসঙ্গেই কুণাল বলেন, “আমি কাউকে কোনও ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। কে কী করবেন, তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল তোমাকে ছোট থেকে বড় করল। কাউন্সিলর থেকে মেয়র করল, মেয়র থেকে মন্ত্রী করল। তোমার যা সমস্যা সেটা বাড়িতে রাখলেই পারতে। দিদির পিঠে ছুরি মারার জন্য বিজেপিতে যোগ দেওয়ার দরকার ছিল না দাদা।”

উল্লেখ্য, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন শোভন। পরবর্তীতে একটু একটু করে দূরত্ব তৈরি হয়। দফতরও ছেঁটে ফেলা হয়েছিন শোভনের। ২০১৯ সালে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন দেখা করলেও, দলবদলের কথা আর শোনা যায়নি।