Kunal Ghosh: যাঁরা এতদিন CBIপন্থী ছিলেন, তাঁরা কীভাবে এখন অভিযুক্ত সিভিক ভলান্টিয়র-পন্থী হলেন? প্রশ্ন কুণালের
Kunal Ghosh: আদালত থেকে বেরনোর পর প্রিজন ভ্যানে বসে ধৃত সিভিক ভলান্টিয়রকে বলতে শোনা যায়, সরকার তাঁকে ফাঁসাচ্ছে। তিনি ধর্ষণ খুন করেননি। ফলে তাঁর বক্তব্য ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। সিভিক ভলান্টিয়রের অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, “যাঁরা বলছিলেন কলকাতা পুলিশ নয়, CBI চাই; হাইকোর্ট CBI দিতে যাঁরা তুমুল লম্ফঝম্ফ করে আগুনঝরা বিবৃতি দিয়েছিলেন;এখন তাঁরাই সেই CBIএর বদলে সঞ্জয় রাইপন্থী হয়ে উঠলেন কোন্ উদ্দেশ্যে? আপনারা CBI চেয়েছিলেন, CBI যাবতীয় তদন্ত করে দেখেছে ধর্ষণ ও খুনে কলকাতা পুলিশের গ্রেপ্তারি সঠিক ছিল। আপনারা বহু পক্ষ সুপ্রিম কোর্টে আইনজীবী দিয়েছেন। সুপ্রিম কোর্ট CBI তদন্ত মনিটর করছে।” তিনি আরও লিখেছেন, “তারপরেও আপনারা CBI তদন্তে আস্থা না রেখে নিজেদের ইচ্ছেমত কল্পকাহিনি দিয়ে বাজার গরম করছেন। তাহলে CBI তদন্ত চেয়েছিলেন কেন? কারা আবার বলছেন, বিপুল তহবিলের দখল রাখতে জটিলতা, প্রতিবাদ, আন্দোলনের জলঘোলা চালাতে হবে। ঠিক?? জানি না। বিচার, শাস্তি আমরা সবাই চাই। কিন্তু CBI ডেকে এনে তারপর তাদের তদন্তও আপনাদের না মানার কারণ কী?”
প্রসঙ্গত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়রকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু প্রথম থেকেই আন্দোলনকারী তথা চিকিৎসকদের তরফে দাবি উঠছিল, এই ঘটনায় একজন নয়, একাধিক জন জড়িত। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। ধৃত সিভিক ভলান্টিয়রকেই চার্জশিট অভিযুক্ত হিসাবে দেখানো হয়। চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। কিন্তু প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি ও আন্দোলনকে কটাক্ষ করছিলেন কুণাল ঘোষ। সোমবার শিয়ালদহ আদালতে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে সিবিআই ধর্ষণ ও খুনের চার্জ গঠন করে। কিন্তু ধৃত দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। আর এর পিছনেও ষড়যন্ত্র দেখছেন তদন্তকারীরা। আর তাতেই কটাক্ষ করেন কুণাল।