Kuntal Ghosh: কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেল সুপারকে তলব সিবিআই-এর
Kuntal Ghosh: সূত্রের খবর, সিবিআই সুপারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। যেমন কুন্তল চিঠিতে যে অভিযোগ করেছেন, তা আগে তিনি তাঁদেরকে জানিয়েছেন তিনি। চিঠি লেখার আগে তিনি কী বলে সুপারের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কিংবা সেই চিঠি কার হাত দিয়ে তিনি পাঠিয়েছিলেন?
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করল সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সুপার দেবাশিস চক্রবর্তী। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিবিআই সুপারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। যেমন কুন্তল চিঠিতে যে অভিযোগ করেছেন, তা আগে তিনি তাঁদেরকে জানিয়েছেন তিনি। চিঠি লেখার আগে তিনি কী বলে সুপারের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কিংবা সেই চিঠি কার হাত দিয়ে তিনি পাঠিয়েছিলেন, এরকম একাধিক বিষয়ে তদন্তকারীরা সুপারের কাছ থেকে জানতে চান বলে মনে করা হচ্ছে।
বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন কুন্তল। সেই জেলে বসেই চিঠি লিখেছিলেন কুন্তল। যেখানে তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। ধৃত কুন্তল ঘোষ আদালতে যাওয়ার পথে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে চলে যায়।
আদালতে এই মামলা চলাকালীন ইডি-র আইনজীবী বিচারপতিকে জানান, শহীদ মিনারে মিনারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠির বক্তব্য একই। তিনি কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনান বিচারপতিকে। উল্লেখ্য, ঘটনাচক্রে কুন্তল এহেন অভিযোগ করার ঠিক আগের দিনই অভিষেক শহিদ মিনার থেকে দাবি করেছিলেন, জেলে যাঁরা বন্দি রয়েছেন, তাঁদের মুখ থেকে জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করছে ইডি-সিবিআই। আর তার পরদিনই আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ করেন কুন্তল। ইডি-র আইনজীবী আদালতে এও জানান, কুন্তল যাবতীয় অভিযোগ করেন অভিষেকের বক্তব্যের পরই। অথচ তার আগে জেলা আদালতে তাঁকে কোন অভিযোগ করতে দেখা যায় নি। এমনকি সংবাদমাধ্যমকেও কিছু বলেননি। এবার সেই চিঠি মামলাতেই প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল সিবিআই।
প্রসঙ্গত, এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটি থাকার ইস্যুতে জেল সুপারকে তলব করেছিল বিশেষ সিবিআই আদালত। সেই মতো আদালতে সশরীরে হাজিরাও দিয়েছিলেন প্রেসিডেন্সির সুপার দেবাশিস চক্রবর্তী।