Local Train Service: শিয়ালদহ থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, সকাল থেকেই বিপাকে যাত্রীরা
Local Train Service: বুধবার সকালে কাজে বেরিয়ে বিপদে পড়েছেন অনেক যাত্রী। কখন পরিষেবা স্বাভাবিক হবে, সেই উত্তর মিলছে না।
কলকাতা: একদিকে বৃষ্টির জেরে রাস্তায় যানজটের ভোগান্তি, অন্যদিকে সকাল থেকেই সমস্যা লোকাল ট্রেনের। শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যে সব ট্রেন চলছে, সেগুলিও এগোচ্ছে খুব ধীরগতিতে। বুধবার সকাল থেকেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। রেল লাইনের পাশে ধস নামার কারণেই রেল পরিষেবা ব্যহত হয়েছে। মেরামতির কাজ শুরু হলেও কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।
বিধনানগর স্টেশনের কাছে কাঁকুরগাছিতে রেল লাইনের পাশে ধস নেমেছে, তার জেরেই ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ ধস নামে। তারপর থেকেই ১ নম্বর লাইন দিয়ে আপ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর তিন নম্বর লাইন দিয়ে পরবর্তী আপ ট্রেনগুলি চালানো হয়। অন্তত পাঁচ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল লাইনের যে জায়গায় ধস নেমেছে, তার কাছেই একটি নির্মাণ কাজ চলছিল বলে জানা গিয়েছে। নতুন করে রেলের একটি কেবিন তৈরির কাজ চলছিল। তার জেরেই ধস নেমেছে বলে অনুমান করা হচ্ছে। রেলের আধিকারিকদের দাবি, একদিকে রাতভর একটানা বৃষ্টি হয়েছে, তার মধ্যে কেবিন তৈরির কাজ চলছিল, সে কারনেই লাইনের নীচের মাটি সরে গিয়ে এই বিপত্তি। ঘটনাস্থলে রয়েছেন আধিকারিকরা।
আপ লাইনের ট্রেনের ক্ষেত্রে মূলত সমস্যা হলেও ডাউন লাইনেও তার প্রভাব পড়েছে। ধস নেমেছে বিধাননগর আর দমদম স্টেশনের মাঝে। ফলে একাধিক রুটে সমস্যা তৈরি হয়েছে। ফলে নিত্যযাত্রীরা রীতিমতো সমস্যার মুখে পড়েছেন। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সকাল থেকে হাজার হাজার মানুষ এই রুটগুলির লোকাল ট্রেনের ওপর ভরসা করেন। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।