Bengal, Kolkata Weather Live: জেলায়-জেলায় ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়ার হালচাল জানুন

| Edited By: | Updated on: Aug 02, 2023 | 11:55 PM

West Bengal, Kolkata Rains IMD Monsoon Live Updates: আবহাওয়া দফতর জানিয়েছে, সকালে বাঁকুড়ার উপর রয়েছে অতি গভীর নিম্নচাপ। এর প্রভাবে আজও বৃষ্টি চলবে।

Bengal, Kolkata Weather Live: জেলায়-জেলায় ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়ার হালচাল জানুন
ভারী বৃষ্টির পূর্বাভাস। Image Credit source: TV9 Bangla

নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। টানা বৃষ্টিতে দুর্যোগ-দুর্ভোগ। কোথাও হাসপাতালে জল, কোথাও রাস্তায় জল। চলতি বর্ষায় প্রথমবার ভারী বৃষ্টি কলকাতায়। আলিপুরে বৃষ্টি হয়েছে ৮৩ মিলিমিটার। গরম একটু কমলেও, জমা জলে দুর্ভোগ একাধিক এলাকার। ভাঙা নদীবাঁধ নিয়ে শঙ্কিত সুন্দরবন, ঘাটাল। আবহাওয়া দফতর জানিয়েছে, সকালে বাঁকুড়ার উপর রয়েছে অতি গভীর নিম্নচাপ। এর প্রভাবে আজও বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলে। তবে, নিম্নচাপের বৃষ্টিতে হাসি ফুটেছে ধানচাষিদের মুখে। অবশেষে কিছু জেলায় অন্তত আমন ধান রোপণে গতি আসার সম্ভাবনা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Aug 2023 11:25 AM (IST)

    একে পূর্ণিমার কোটাল তার উপর ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র

    ভাসছে সুন্দরবন

    গতকাল বিকেলের পর থেকে রাতভর দফায় দফায় বৃষ্টি চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। তবে আজ সকাল থেকে সুন্দরবন উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশী। খারাপ আবহাওয়ার সঙ্গে পূর্ণিমার কোটালের জেরে জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ফলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে সুন্দরবনের উপকূল এলাকায়।

    বিস্তারিত পড়ুন: Sundarban: একে নিম্নচাপ দোসর হল কোটাল, লাগাতার বৃষ্টিতে ভাসছে সুন্দরবন

  • 02 Aug 2023 11:22 AM (IST)

    কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। হালকা ঝড়ো হাওয়া বইবে শহরে। আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে মেঘলা আকাশের পরিমাণ বেশি।

  • 02 Aug 2023 11:20 AM (IST)

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টিতে ভাসবে দার্জিলিং,কালিম্পং,কোচবিহার জেলা। এছাড়াও আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে।

  • 02 Aug 2023 11:17 AM (IST)

    মৌসুমী অক্ষরেখার অবস্থান

    এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরক্ষপুর-পাটনা-শ্রীনিকেতন-ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

    উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ রূপে গতকাল বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান ছিল।

    বর্তমানে ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে শক্তি কিছুটা দুর্বল হয়েছে।

  • 02 Aug 2023 11:11 AM (IST)

    কতটা বাড়বে বৃষ্টির দাপট?

    কলকাতার জলছবি

    রাতভর মুশলধারে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। ভোর হওয়ার পর সামান্য রোদের দেখা মিললেও মাঝে মধ্যেই কালো মেঘের দল আকাশ ঢেকে ফেলছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত যে অসহ্যকর গরম পোহাতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে বুধবার সকাল হতে তা খানিকটা হলেও কেটেছে। এ দিকে, গোটা রাত বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়।

    বিস্তারিত পড়ুন: WB Weather Update: নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, ৪ জেলায় লাল সতর্কতা, কতটা বাড়বে বৃষ্টির দাপট?

Published On - Aug 02,2023 11:09 AM

Follow Us: