WB Weather Update: নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, ৪ জেলায় লাল সতর্কতা, কতটা বাড়বে বৃষ্টির দাপট?
WB Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট হয়েছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
কলকাতা: রাতভর মুশলধারে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। ভোর হওয়ার পর সামান্য রোদের দেখা মিললেও মাঝে মধ্যেই কালো মেঘের দল আকাশ ঢেকে ফেলছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত যে অসহ্যকর গরম পোহাতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে বুধবার সকাল হতে তা খানিকটা হলেও কেটেছে। এ দিকে, গোটা রাত বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট হয়েছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টির কারণেই রাস্তার জমেছে জল। আজই দক্ষিণবঙ্গে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। উপকূলে ও পশ্চিমের চার জেলায় যার কারণে জারি লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বর্ষণ। কলকাতায় একদিনে ২০০ মিমি বৃষ্টির আশঙ্কা। বইতে পারে ঝোড়ো হাওয়া।
এ দিকে, কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন রাস্তায় জমেছে জল। দুর্ভোগে স্কুল পড়ুয়া সহ নিত্যযাত্রীরা।গতকাল থেকেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, এখনও পর্যন্ত কলকাতার বেহালায় ৯১ মিমি, বালিগঞ্জে ৮৭, আলিপুরে ৮৩ মিমি বৃষ্টি হয়েছে। অপরদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে ৯৫ মিমি বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বৃষ্টির পরিমাণ ৯৫ মিমি, দিঘায় ৭৫ মিমি বৃষ্টি হয়েছে।