LPG Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করালে কি সত্যিই পাবেন না ভর্তুকি? সত্যিটা জানুন
LPG Aadhaar Link: দুর্মূল্যের বাজারে গ্যাসের দাম বাড়ছেই। কেন্দ্র অবশ্য ভর্তুকিও দিচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের কাছে সেই টাকাটা যথেষ্ট কাজের। যতটুকুই বা পাওয়া যায়, কোনও না কোনও কাজে তো লেগেই যায়! আর সেই টাকার জন্য এত্ত চাপ।
কলকাতা: পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ওলিগলি। সবচেয়ে বেশি চর্চিত বিষয়। গার্হস্থ্যের এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একটাই শব্দ গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক! আর তা নিয়ে যত রাজ্যের বিভ্রান্তি। মানুষ হই হই করে সব কাজ ফেলে লাইন দিচ্ছেন গ্যাস অফিসের বাইরে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামছে। পকেট থেকে খসছে টাকা। হাতে একটা পাইপ, যা আদতেই হয়তো সে সময়ে প্রয়োজন পড়ছে না. আর তার বদলে দিয়ে আসছেন নিজের আঙুলের ছাপ। অনেকের আবার সে ছাপেও ফ্যাচাং। কারণ অনেকেই মিলছে না। নানা জটিলতার মাঝে সক্রিয় এক শ্রেণির ঠগরাও। শুরু লোক ঠকানোর খেলাও! কারণ গ্যাসে আধার লিঙ্ক করানোর বিনামূল্যের এক প্রক্রিয়াতেও গ্রাহকদের কাছ থেকে যে যেরকমটা পাচ্ছেন লুটে নিচ্ছেন। কেউ প্রতিবাদ করছেন, কেউ ঝঞ্ঝাটে না গিয়ে চুপচাপ টাকাও দিয়ে দিচ্ছেন। গত কয়েক সপ্তাহে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নিয়ে একাধিক খবর সামনে আসছে। কাঠগড়ায় দাঁড়িয়েছেন মন্ত্রীর স্ত্রীও। কোথাও, ১৯০, কোথাও ২৩৬, কোথাও ৪২৬- আধার লিঙ্ক করাতে টাকার অঙ্কটা জায়গার ভিত্তিতে ফারাক হচ্ছে। কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করালে ঠিক কী ঘটবে? আদৌ কি গ্যাসের ভর্তুকি পাবেন না আর তাঁরা?
দুর্মূল্যের বাজারে গ্যাসের দাম বাড়ছেই। কেন্দ্র অবশ্য ভর্তুকিও দিচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের কাছে সেই টাকাটা যথেষ্ট কাজের। যতটুকুই বা পাওয়া যায়, কোনও না কোনও কাজে তো লেগেই যায়! আর সেই টাকার জন্য এত্ত চাপ।
তবে এবিষয়ে ভাল করে জেনে নিন। বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না, এমন কোনও নির্দেশিকা নেই। আরও একটি বিষয়, সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। তবে আপাতত হবে শুধু ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদের জন্যই। তবে অন্য কোনও গ্রাহক লাইনে দাঁড়িয়ে এলে তাঁকেও ফিরিয়ে দেবেন না ডিস্ট্রিবিউটররা।
তবে এই যে এত হুড়োহুড়ি, তারও কোনও প্রয়োজন নেই। কারণ ফেস রেকগনিশনেক মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু হবে। তাই ঘাবড়ানোর কোনও বিষয় নেই।
ডেলিভারি কর্মীদেরও দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটরদের, তাতে বাড়িতেই বায়োমেট্রিকের কাজ হয়ে যাবে। এই ধরনের কাজে তাই আলাদা করে মন- আর মাথার ওপর চাপ বাড়িয়ে কোনও লাভ নেই। ভর্তুকি নিশ্চয় পাবেন, যেমনটা হয়ে এসেছে এতদিন।