Maheshtala Murder: সম্পর্ক ভাঙতেই খুন, টার্গেট ছিল প্রথম স্ত্রীও, বড়তলা খুনে ধৃত যুবক

Maheshtala Murder: তবে মহেশতলার মীনাক্ষীর খুনের ঘটনার তদন্তে নেমে সৌমিক সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য উঠে আসে পুলিশের হাতে। ২০২০ সালে সামাজিক মাধ্যমে পরিচয় হয়ে শিলিগুড়ির এক যুবতীকে বিয়ে করেছিলেন সৌমিক। কিন্তু তারপর তাঁদের সম্পর্কে অবনতি হয়। বিচ্ছেদ হয়ে যায়

Maheshtala Murder: সম্পর্ক ভাঙতেই খুন, টার্গেট ছিল প্রথম স্ত্রীও, বড়তলা খুনে ধৃত যুবক
কালিম্পঙ থেকে গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:37 PM

কলকাতা: বড়তলায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার এক। সৌমিক চট্টোপাধ্যায় নামে অভিযুক্ত যুবককে কালিম্পঙ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ অক্টোবর ভয়সন্ধ্যায় বড়তলা থানা এলাকার রায় বাগান স্ট্রিটে এক বাড়িতে ঢুকে গিয়ে মীনাক্ষী ভট্টাচার্য নামে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করার অভিযোগ ওঠে এই যুবকের বিরুদ্ধে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়ে বাধা দিয়েছিলেন মীনাক্ষীর ছেলে। অভিযোগ, সৌমিক তাঁকেও ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান। এরপর সেই অস্ত্র মুছে পকেটে রেখে নিজের বাইক নিয়ে সড়কপথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন।

তদন্তে নেমে পুলিশ সৌমেকের নাম জানতে পারেন। তাঁর সঙ্গে মীনাক্ষীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মীনাক্ষী। তা নিয়েই দুজনের মধ্যে বচসা চলছিল। সেই আক্রোশ থেকেই মীনাক্ষীকে খুন করেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

তদন্তে নেমে সৌমিককেই ‘ট্রেস’ করা শুরু করে পুলিশ। তিনি যে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন, সে তথ্য উঠে আসে। তারপরই উত্তরবঙ্গে একটি টিম পাঠায় পুলিশ। কালিম্পঙ থেকে সৌমিক চট্টোপাধ্যায় নামে ওই যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।

তবে মহেশতলার মীনাক্ষীর খুনের ঘটনার তদন্তে নেমে সৌমিক সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য উঠে আসে পুলিশের হাতে। ২০২০ সালে সামাজিক মাধ্যমে পরিচয় হয়ে শিলিগুড়ির এক যুবতীকে বিয়ে করেছিলেন সৌমিক। কিন্তু তারপর তাঁদের সম্পর্কে অবনতি হয়। বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ওই মহিলা বিয়ে করে শিলিগুড়িতেই রয়েছেন। তাঁর দুই সন্তান রয়েছে। পুলিশের কাছে তথ্য এসেছে, শিলিগুড়ির ওই মহিলা ও তাঁর দুই সন্তানকেও খুনের পরিকল্পনা ছিল সৌমিকের। সৌমিককে বুধবারই আদালতে পেশ করবে পুলিশ।