Mamata Banerjee: জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার, উপস্থিত অভিষেক

TMC: সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বার্তা দেন, নিজেদের স্বার্থকে ফেলে রেখে নির্বাচনের কাজে অংশ নিতে হবে। দল কর্মীদের অনেক কিছু করে দিয়েছে, দলের প্রতি সকলের যে দায়বদ্ধতা রয়েছে, সে বার্তাও দেন বক্সী।

Mamata Banerjee: জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার, উপস্থিত অভিষেক
কালীঘাটে বৈঠক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 6:05 PM

কলকাতা: সংগঠনের হাল ধরতে ময়দানে তৃণমূল সুপ্রিমোই। লোকসভা ভোটের আগে আজ বুধবার (১০ জানুয়ারি) থেকে তৃণমূলের জেলাওয়াড়ি বৈঠক শুরু। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বৈঠকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি। পশ্চিম মেদিনীপুর জেলার নেতারা রয়েছেন এই বৈঠকে। আছেন জুন মালিয়া, মানস ভুঁইয়্যা, শিউলি সাহারা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বার্তা দেন, নিজেদের স্বার্থকে ফেলে রেখে নির্বাচনের কাজে অংশ নিতে হবে। দল কর্মীদের অনেক কিছু করে দিয়েছে, দলের প্রতি সকলের যে দায়বদ্ধতা রয়েছে, সে বার্তাও দেন বক্সী।

তৃণমূল সূত্রে খবর, এদিন জেলার নেতাদের দলীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, সকলকেই দল কোনও না কোনওভাবে কাজে লাগিয়েছে। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। দল যেভাবে চলতে বলবে, সেভাবেই চলতে হবে। সূত্রের খবর, ৫-৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার বৈঠক হবে কালীঘাটে। সেই বৈঠকগুলিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি জেলাগুলি নিয়ে বৈঠক করবেন রাজ্যস্তরের শীর্ষ নেতারা।