কলকতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৮ জানুয়ারি, ভাবনায় অনলাইন প্রদর্শন

এবছর শুধু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই নয়, পূর্ব নির্ধারিত সময়সূচি থেকে পরিবর্তিত হয়েছে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Goa International Film Festival) হবে ১৬ থেকে ২৪ জানুয়ারি।

কলকতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৮ জানুয়ারি, ভাবনায় অনলাইন প্রদর্শন
‘ফিল্ম ফেস্টিভ্যাল’ হবে আগামী বছর জানুয়ারিতে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2020 | 9:51 AM

TV9 বাংলা ডিজিটাল: চলতি বছরের নভেম্বরে হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। ‘ফিল্ম ফেস্টিভ্যাল’ হবে আগামী বছর জানুয়ারিতে। বৃহস্পতিবার একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে সিনে বিশ্বের পরামর্শ অনুযায়ী এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে নির্ধারিত সময়ের পরিবর্তে পুনঃসূচিত করা হল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৮ থেকে ১৫ জানুয়ারি, ২০২০।” তবে উৎসব পিছলেও ওই ট্যুইটেই সামগ্রিক প্রস্তুতি শুরু করার কথাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেআইএফএফ-র (KIFF) ওয়েবসাইটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট উল্লেখ করে বলা হয়েছে, সামাজিক দূরত্ববিধিকে মাথায় রেখে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম বছর একেবারে ভিন্ন আঙ্গিকে পরিকল্পনা করে হচ্ছে। সিনেপ্রেমী, চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সবার জন্যই এবার চলচ্চিত্র উৎসব অনলাইনে করার কথা ভাবা হয়েছে।

KIFF

মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। পিটিআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় গৌতম ঘোষ জানিয়েছেন, “এটি একটি বিচক্ষণ সিদ্ধান্ত। মানুষের জন্য আমরা থিয়েটারে ছবি প্রদর্শন করতে চাই, কোনওভাবেই মানুষকে এই উৎসব থেকে বঞ্চিত করতে চাই না।” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ফেস্টিভ্যালে যে যে সিনেমা দেখানো হবে, তা ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে। ডিজিটাল স্ক্রিনিংয়ের ক্ষেত্রে নভেম্বরেও কোনও অসুবিধা হবে না। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী সহ আরও অনেকে এমনকি আমিও এই ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত, তাই আমরা মানুষের অংশগ্রহণও চাই।”

এবছর শুধু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই নয়, পূর্ব নির্ধারিত সময়সূচি থেকে পরিবর্তিত হয়েছে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও (Goa International Film Festival)। এই উত্সব হবে ১৬ থেকে ২৪ জানুয়ারি। অতীতে নভেম্বরের শেষেই এই উৎসব অনুষ্ঠিত হলেও এবার অতিমারির কারণে তা একই সময়ে করা যাচ্ছে না।

বলে রাখা যাক, করোনাকালে শাংহাই চলচ্চিত্র উৎসব (Shanghai Film Festival) হবে জুলাইয়ে। সেপ্টেম্বরে হবে ভেনিস চলচ্চিত্র উৎসব (Venice Film Festival)। এই দুই জায়গাতেই করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে সামাজিক দূরত্ব (Social Distancing) মেনে দর্শকের সরাসরি অংশগ্রহণের কথা ভাবা হচ্ছে।