Mamata Banerjee on ISRO: কার্নিভালের ধাঁচেই চন্দ্রযান ৩-এর পুরো টিমকে রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা

Mamata Banerjee on ISRO: গত ২৩ অগস্ট সফলভাবে চাঁদে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। সেই অভিযানে যে বিজ্ঞানীদের অবদান রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বাঙালি।

Mamata Banerjee on ISRO: কার্নিভালের ধাঁচেই চন্দ্রযান ৩-এর পুরো টিমকে রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা
শুরু থেকেই প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 6:00 PM

কলকাতা: চন্দ্রযান ৩-এর সাফল্যের উদযাপন এবার বাংলায়! সেই আবেদন জানিয়ে ইসরো-কে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, যেভাবে দুর্গাপুজোর কার্নিভাল নয়, ঠিক সেভাবেই চন্দ্রযানের সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকা বিজ্ঞানীদের সংবর্ধনার আয়োজন করতে চান মমতা। অভিযানের সাফল্য নিয়ে প্রথম থেকেই প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। এবার সেই পুরো টিমকে বাংলায় আনতে চান তিনি।

গত ২৩ অগস্ট সফলভাবে চাঁদে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। সেই অভিযানে যে বিজ্ঞানীদের অবদান রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বাঙালি। তৃণমূলের একাধিক নেতার গলায় তাঁদের প্রশংসা শোনা গিয়েছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ যদি সম্মতি দেন, তাহলে শীঘ্রই কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

সফল অবতরণের আগেই বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। পরের দিনই রাজ্য বিধানসভায় ইসরোকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সূচক প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিধানসভার পক্ষ থেকে ইসরো-কে লিখিত অভিনন্দন বার্তাও পাঠানো হয়। এছাড়া অবতরণের দিন একটি অনুষ্ঠান থেকে মমতা জানিয়েছিলেন, চন্দ্রযান ৩-এর সাফল্য কোনও ভেদাভেদ না করেই উদযাপন করা হবে বাংলায়। নিজেদের মতো করে উদযাপন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘দেশের যে কোনও কাজের ক্ষেত্রে আমরা এক।’

তবে মমতার এই তৎপরতা ও প্রশংসায় রাজনীতির গন্ধও পাচ্ছেন কেউ কেউ। ইতিমধ্যেই ইসরোর দফতরে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, ইসরোর এই সাফল্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারে তুলে ধরতে পারে বিজেপি। বিজেপিকে সেই সুযোগ না দিতেই তৃণমূল আগেভাগে অভিনন্দন জানাতে ব্যস্ত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।