Mamata Banerjee: মুখ ফেরাচ্ছে শহর! পুর-ক্ষত খতিয়ে দেখতে আজ নবান্নে মমতার বৈঠক, বাদ তাহেরপুর-ঝালদা
Mamata Banerjee: কলকাতার ৪৬/৪৭ টি আসনে পিছিয়ে রয়েছে তারা । এছাড়াও রাজ্যের কমবেশি ৬৯ টি এলাকায় পিছিয়ে তৃণমূল । রাজ্যের সাত মন্ত্রী হেরেছেন তাঁদের নিজেদের বিধানসভায় । এগুলি সবই ছোট ও বড় শহর এলাকা । কেন হচ্ছে এরকম ? পরিষেবা পৌঁছতে হচ্ছে কি পুর বোর্ডগুলি? পুর প্রতিনিধিদের আচরণে কি বিরক্ত হচ্ছেন মানুষ ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সব বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন।
কলকাতা: পৌরসভাগুলোর কাজ অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। তা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মেয়র ও পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই পৌরসভাগুলির কাজ নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌরসভাগুলোর পরিষেবা ও কাজকর্মের রিপোর্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ”আমাকে কি ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে?” এরপরই নবান্নে পুরকর্তাদের নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। তবে এই বৈঠকে ডাক পাননি ঝালদা ও তাহেরপুর পৌরকর্তারা। কিন্তু কেন ডাক পাননি, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছিলেন, বিরোধী বোর্ড বলেই কি তাঁদের ডাকা হয়নি?
সূত্রের খবর, শহরাঞ্চলে ভোট কমার কারণে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কি ব্যর্থ হচ্ছে পুর বোর্ড গুলি? তা বুঝে নিতে চাইছেন নবান্ন সভাঘরে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও শহরাঞ্চলে তুলনায় খারাপ ফল করেছে শাসক দল তৃণমূল। কলকাতার ৪৬/৪৭ টি আসনে পিছিয়ে রয়েছে তারা । এছাড়াও রাজ্যের কমবেশি ৬৯ টি এলাকায় পিছিয়ে তৃণমূল । রাজ্যের সাত মন্ত্রী হেরেছেন তাঁদের নিজেদের বিধানসভায় । এগুলি সবই ছোট ও বড় শহর এলাকা । কেন হচ্ছে এরকম ? পরিষেবা পৌঁছতে হচ্ছে কি পুর বোর্ডগুলি? পুর প্রতিনিধিদের আচরণে কি বিরক্ত হচ্ছেন মানুষ ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সব বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
সম্প্রতি দক্ষিণ কলকাতায় কাউন্সিলরদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে । এ নিয়েও কি কিছু শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়? এসবের উত্তর পেতেই আজ সব মহলের নজর নবান্নে । তবে এর মধ্যেও সব থেকে বেশি যে বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠছে, তা হল আজ কি শিলিগুড়ি পৌরসভায় বড় ধরনের রদবদল আসতে চলেছে? লোকসভা ভোটে শিলিগুড়ি বিধানসভা এলাকায় দল হেরেছে ৬৬ হাজারের মতো ভোটে। আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৪টি ওয়ার্ডে দল এ বার ৭০ হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়েছে। উত্তরের পৌরসভাগুলোকে নিয়েই বিশেষ ভাবে নজর দিতে চাইছেন তিনি। আগামী বিধানসভা ভোটের আগে পুরসভাগুলির ‘সক্রিয়তা’ বাড়াতে চান মুখ্যমন্ত্রী।