Mamata Banerjee: ফাইনাল ল্যাপে ভোট, মমতার জোর প্রচার এবার কলকাতা উত্তরে

Mamata Banerjee: উত্তর কলকাতার ভোটের মুখে প্রচারে ঝড় তুলতে চায় বিজেপি। শুধু প্রধানমন্ত্রী না, চার রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা নামবেন প্রচারে। অন্যদিকে বিদ্রোহের চাপা আগুনে টালমাটাল তৃণমূল শিবির। বহু নেতারই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। অন্তত ভোটের দামামা বাজতে তা প্রকট হয়েছে।

Mamata Banerjee: ফাইনাল ল্যাপে ভোট, মমতার জোর প্রচার এবার কলকাতা উত্তরে
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2024 | 8:33 PM

কলকাতা: কলকাতা উত্তরে ‘বিদ্রোহ’-এর আগুন তেজ বাড়াচ্ছে তৃণমূলের অন্দরে। প্রায়ই প্রার্থী নিয়ে দলের ভিতরে উষ্মার বহিঃপ্রকাশ হচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরও ঝড় তুলতে মরিয়া। ১ জুন শেষ দফায় কলকাতা উত্তরে ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সভা করতে। আর সেই সভার পরই উত্তর কলকাতায় তৃতীয় কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রধানমন্ত্রীর পাল্টা কর্মসূচিতে তৃতীয়বারের জন্য উত্তর কলকাতায় সভা, পদযাত্রা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ অথবা ২৯ তারিখ উত্তর কলকাতায় সভা করার কথা নরেন্দ্র মোদীর। এরপরই মুখ্যমন্ত্রীকে সামনে রেখে পাল্টা সভার ভাবনা তৃণমূলের।

উত্তর কলকাতার ভোটের মুখে প্রচারে ঝড় তুলতে চায় বিজেপি। শুধু প্রধানমন্ত্রী না, চার রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা নামবেন প্রচারে। অন্যদিকে বিদ্রোহের চাপা আগুনে টালমাটাল তৃণমূল শিবির। বহু নেতারই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। অন্তত ভোটের দামামা বাজতে তা প্রকট হয়েছে।

দলের ভিতরের এই ক্ষোভ যে দাবানলের আকার ধারণ করতে পারে সেই বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। সূত্রের খবর, উত্তর কলকাতাকে বিশেষ নজরে রেখেই এবার মুখ্যমন্ত্রীর তৃতীয় কর্মসূচি হতে চলেছে।

আগামী ২৩ মে তাপস রায়ের পাড়ায় কর্মসূচি মমতার। ২৭ মে বেলেঘাটা থেকে মানিকতলা পদযাত্রা করবেন তিনি। ওইদিন যাত্রা শেষে সভাও আছে তাঁর। সূত্রের খবর, তৃতীয় বারের কর্মসূচি হিসাবে আগামী ২৯ মে উত্তর কলকাতায় সভা ও পদযাত্রা করতে চলেছেন তিনি ।