Justice Chitta Ranjan Dash: আমি বাজপেয়ীর বিছানা ঠিক করে দিতাম: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Justice Chitta Ranjan Dash: সোমবার (২০ মে), অবসরের দিনই আরএসএস যোগের কথা ফাঁস করেছেন আরেক বিচারপতি চিত্তরঞ্জন দাশ। এরপরই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলছেন, কলকাতা হাইকোর্ট কি তাহলে আরএসএস-এর ডেরা হয়ে দাঁড়িয়েছে? TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কী বললেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি?

Justice Chitta Ranjan Dash: আমি বাজপেয়ীর বিছানা ঠিক করে দিতাম: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
অটলবিহারী বাজপেয়ীর বিছানা ঠিক করে দিতেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাশ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2024 | 1:22 PM

কলকাতা: কলকাতা হাইকোর্ট কি আরএসএস-বিজেপির ডেরা হয়ে দাঁড়িয়েছে? প্রথমে বিচারপতির পদ থেকে অবসরের পরই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন তিনি। সোমবার (২০ মে), অবসরের দিনই আরএসএস যোগের কথা ফাঁস করেছেন আরেক বিচারপতি চিত্তরঞ্জন দাশ। এরপরই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলছেন, কলকাতা হাইকোর্ট কি তাহলে আরএসএস-এর ডেরা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ এক কদম এগিয়ে বলছেন, আরএসএস মনোভাবাপন্ন বিচারপতিরা আছেন বলেই বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে একের পর এক রায় আসছে। তবে এই অভিযোগ মানতে নারাজ খোদ বিচারপতি চিত্তরঞ্জন দাশ। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কোনও দল বা নীতির প্রতি তাঁর পক্ষপাত ছিল না। কলকাতা হাইকোর্ট বিজেপি-পন্থী বিচারপতিতে ভরে যায়নি।

সদ্য অবসর প্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাশ জানিয়েছেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বিজেপি, সব দলের নেতাদেরই তিনি সম্মান করেন। তবে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর এক বিশেষ সম্পর্ক ছিল। তিনি বলেছেন, “আমি প্রথম থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলাম না। আমি ওড়িশা হাইকোর্টে ছিলাম। কোনও রাজনৈতিক দলের প্রতি আমার পক্ষপাতিত্ব নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। কংগ্রেসকে সম্মান করি। মোদীজিকেও সম্মান করি। তবে, আমার জীবনে বাজপেয়ীজির একটা বিশেষ ভূমিকা আছে। আমি যখন ছোট ছিলাম, সেই সময় বাজপেয়ীজিকে বেশি লোক চিনতও না। উনি সম্বলপুরে এসে একটা ছোট ধর্মশালায় থাকতেন। আমার কাজ ছিল, সকালে তাঁর বিছানা ঠিক করে দেওয়া। তাঁকে চা ইত্যাদি দেওয়া। বাজপেয়ীজি আমায় খুবই অনুপ্রেরণা দিয়েছেন।”

বাজপেয়ীকে তাঁর জীবনের অনুপ্রেরণা বলে জানানোর পাশপাশি তাঁর ব্যক্তিত্ব তৈরির পিছনে আরএসএস-এর বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি। এমনকি, তাঁর সমস্ত ভাল গুণই আরএসএস-এর থেকে পাওয়া বলে জানিয়েছেন তিনি। তবে, তাই বলে বিচারপতির আসনে বসে তিনি কোনও দল বা সংগঠনের প্রতি পক্ষপাত করেননি বলে দাবি করেছেন তিনি। বিচারপতি চিত্তরঞ্জন দাশ বলেছেন, “আমি কারও প্রতি পক্ষপাতদুষ্ট নই। কোনও জাতি, কোনও ধর্ম, কোনও ব্যক্তির প্রতি আমি পক্ষপাতদুষ্ট নই। আমার সম্পর্কে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। কলকাতা হাইকোর্টে বিজেপির লোক আছে, এটা ঠিক কথা নয়। দেখুন না, কালই বিজেপির বিরুদ্ধে একটি রায় এসেছে। আসলে, রাজনৈতিক দলগুলির খেলার নিয়ম আলাদা। তবে, বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দলের নাম সঙ্গে বিচার বিভাগের সঙ্গে জড়ানো উচিত নয়। বিচার বিভাগ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে।”