AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Article 370: ৩৭০ বাতিল বৈধই, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট বলল ‘কোনও ভুল নেই’

Supreme Court: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ১১ ডিসেম্বর দেওয়া রায়ে কোনও ভুল দেখা যাচ্ছে না।

Article 370: ৩৭০ বাতিল বৈধই, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট বলল 'কোনও ভুল নেই'
কী জানাল সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Updated on: May 21, 2024 | 10:35 PM
Share

নয়া দিল্লি: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য সমস্ত আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা অসাংবিধানিক নয় বলে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ১১ ডিসেম্বর দেওয়া রায়ে কোনও ভুল দেখা যাচ্ছে না। গত ১ মে দেওয়া নির্দেশনামায় পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, রিভিউ পিটিশনগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, রেকর্ডে নেওয়ার মতো কোনও ভুল নেই। ফলে সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এই পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা যাচ্ছে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। সেই কারণে রিভিউ পিটিশনগুলি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।

উল্লেখ্য,  গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ একটি সাময়িক ব্যবস্থা ছিল। একই মত দিয়েছিলেন বিচারপতি গভই ও বিচারপতি সূর্য কান্ত। পাশাপাশি বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ভিন্ন তবে সমান্তরাল মত দিয়েছিলেন। দু পক্ষেই মত দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে বাতিলে বৈধতা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট তার রায়ে এও জানিয়েছিল জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং লাদাখ থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।