Manik Bhattacharya: আজ ফের আদালতে পেশ মানিককে, চাকরি চুরির তদন্তে নতুন কী কী তথ্য দেবে ইডি?
Manik Bhattacharya: পরতে পরতে দুর্নীতি। পরের পর কেলেঙ্কারি। প্রাথমিকে চাকরি চুরির তদন্তের জাল যত গোটাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ।
কলকাতা: জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের আদালতে মানিক ভট্টাচার্য। আজ তাঁর বিরুদ্ধে কী তথ্যপ্রমাণ পেশ করবে ইডি? পাল্টা জামিনের আর্জিতে কী যুক্তি পেশ করবেন প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী। নজর রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে।
পরতে পরতে দুর্নীতি। পরের পর কেলেঙ্কারি। প্রাথমিকে চাকরি চুরির তদন্তের জাল যত গোটাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। বিদ্ধ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। প্রেসিডেন্সি জেলের ৭ নম্বর সেল আপাতত মানিকের ঠিকানা। শুক্রবার জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে তাঁর। ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে।
এর আগে মঙ্গলবার মানিককে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,
মানিকের বাড়িতে সিডিতে ২ ফোল্ডারের হদিশ মিলেছে।
২ টি ফোল্ডারে ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে।
তথ্য যাচাই করতে পর্ষদকে চিঠি দেয় ইডি।
২৫০০ জনের চাকরি হয়েছে, আদালতে তথ্য ইডির বাকি ১৫০০ জনের নামেও নজর রয়েছে তদন্তকারী সংস্থার।
তদন্তকারীদের নজরে রয়েছেন মানিকের ছেলেও। তাঁর ২ সংস্থায় নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে ঢুকেছে বলে সন্দেহ ইডি-র।
ইডির দাবি, মানিকের বিপুল সম্পত্তিও নিয়োগ দুর্নীতির টাকায়। তদন্তকারীদের দাবি, চাকরি বেচে কোটি কোটি টাকা কামিয়েছেন মানিক। ইডি সূত্রে খবর, লেনদেনের পরিমাণ বাড়তে বাড়তে ৮০ কোটিতে গিয়ে ঠেকতে পারে। তদন্তে পরের পর উঠে আসা তথ্যের মাঝেই ফের আদালতে পেশ করা হবে মানিককে। সেখানে নতুন কী তথ্যপ্রমাণ পেশ করবে ইডি? নজর কোর্টের সওয়াল জবাবে। সূত্রের খবর, মানিকের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরে তাঁর জামিনের আবেদন জানাতে পারেন তাঁর আইনজীবী।