Panchayat Elections 2023: ‘চাকরিটা না পেলেই ভাল হত’, গতকালের স্মৃতি ভুলতে চাইছেন মাস্টারমশাই দেবব্রত মানি
Panchayat Elections 2023: তাঁর ডিউটি পড়েছিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। এখানেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছে ২ জনের।
কলকাতা: সরকারি ডিউটি করতে গিয়ে কার্যত প্রাণ যেতে বসেছিল। চোখের সামনেই চলেছে দেদার বোমাবাজি। চলছে গুলি। রক্তে ভেসেছে বুথ। গিয়েছে প্রাণ। পেশায় তাঁরা শিক্ষক। ছাত্র পিটিয়ে মানুষ করাই তাঁদের ধর্ম। কিন্তু, চোখের সামনে মানুষ পেটালে, খুন হলে, ফিল্মি কায়দায় ভোট লুঠ হলে কেমন লাগে? ৮ জুলাই তাঁর ভোটের ডিউটি পড়েছিল। হিংসা-হানাহানির মধ্যে অবশেষে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পেরেছেন তিনি। পঞ্চায়েত ভোটের সেই ভয়াবহ অভিজ্ঞতাই টিভি-৯ বাংলাকে শোনালেন পেশায় স্কুল শিক্ষক দেবব্রত মানি। তাঁর ডিউটি পড়েছিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। এখানেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছে ২ জনের।
প্রাণটা কোনওমতে বেঁচে গিয়েছে। ইসলামপুরে ডিউটি পড়েছিল আমার। আসলে সারাদিনই আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। যা হচ্ছিল চারপাশে। তাতে তো বারবার মনে হচ্ছিল এই বুঝি কিছু হয়ে গেল। আমরা তো সরকারি কর্মচারী। আমাদের পরিবার রয়েছে। পরিজনরা রয়েছে। তাই তাঁদের কথা না ভেবে নির্ভয়ে কাজ করা আমাদের মতো ছাপোষা মানুষদের পক্ষে সম্ভব নয়। প্রাণের ভয় তো রয়েছে। ওখানে যাওয়ার আগে থেকেই ভয় ছিল। যা অনুমান করেছিলাম বাস্তবের সঙ্গে তার খুব একটা পার্থক্য হয়নি।
কাল যে নির্মমতা দেখলাম তাতে আমার ব্যালটের চিন্তা বা বুথ রক্ষা করার চিন্তা কিন্তু মাথা থেকে উড়ে গিয়েছিল। বারবার মনে হচ্ছিল চাকরিটা না থাকলেই বোধহয় ভাল হতো। কারণ এই চাকরির জন্যই তো ভোটের ডিউটিতে যেতে হয়েছে।
কাল পোলিং এজেন্ট যাঁরা ছিলেন বুথে তাঁদের দয়াতেই বাড়ি ফিরতে পেরেছি শেষ পর্যন্ত। কারণ, নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে যা প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছিল তা আমরা পাইনি। পুলিশ এসেছিল। কিন্তু, থাকেনি বেশি সময়। আসলে আমাদের নিয়ে ছেলেখেলাই হয়েছে। যে অভিজ্ঞতা নিয়ে আমি ফিরেছি তাতে আমার চাকরি জীবনে আর পঞ্চায়েত ভোট করতে আমি যাব না।