Mid Day Meal: মিল তদন্তে বিকাশ ভবনে শিক্ষা অধিকর্তাদের সঙ্গে বৈঠকে দিল্লির দল, ঘুরবে চার জেলা
Mid Day Meal: প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৩০ তারিখ আসার কথা রয়েছে তাঁদের। কিন্তু ২৯ তারিখ রবিবার রাতেই এসে যান তাঁরা। নিউটাউনের একটি অভিজাত হোটেলে তাঁরা এসে ওঠেন।
কলকাতা: মিড ডে মিল তদন্তে রাজ্যে কেন্দ্রীয় দল। সোমবার অভিযানে দিল্লির ১১ জনের একটি দল। চার জেলা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রথমে তাঁদের বিকাশভবনে বৈঠক রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনায় যেতে পারে ওই দলটি। রাজ্যে মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে গত কয়েক মাসে। কখনও শিশুদের খাবারে মিলেছে সাপ, কখনও আবার টিকটিকি, ইঁদুর। কোথায় গাফিলতি? তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে দিল্লির ওই টিম। দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধি, অধ্য়াপক। নির্দিষ্ট দিনের এক দিন আগেই চলে এসেছেন তাঁরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৩০ তারিখ আসার কথা রয়েছে তাঁদের। কিন্তু ২৯ তারিখ রবিবার রাতেই এসে যান তাঁরা। নিউটাউনের একটি অভিজাত হোটেলে তাঁরা এসে ওঠেন।
সোমবার সকাল সাড়ে নটার কিছুটা সময় পর তাঁরা বিকাশ ভবনের উদ্দেশে রওনা হন। বিকাশভবনে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । জানা যাচ্ছে, শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করবেন। তারপর তাঁরা জেলাসফরে বেরোবেন। প্রথম দিন উত্তর ২৪ পরগনা জেলায় গিয়ে বেশ কিছু স্কুল পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। শুধু উত্তর ২৪ পরগনা নয়, চারটি জেলা তাঁরা পরিদর্শন করবেন বলে জানা যাচ্ছে। নজরে রয়েছে উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ি। তবে এই তালিকায় আরও বেশ কিছু জেলার সংযোজন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা, সেটা জানা যাচ্ছে। ১১ জনের প্রতিনিধি দল কয়েকটি ভাগে বিভিন্ন জেলাতেও যেতে পারে বলে খবর।
সূত্রের খবর, চার জেলা ঘোরার পর কলকাতা হয়ে এই টিম দিল্লি যাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপারিশ পাঠাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।