মমতার পর মিঠুন, কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন আইনজীবীর

কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানালেন ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া তারকা মিঠুন চক্রবর্তীও।

মমতার পর মিঠুন, কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন আইনজীবীর
মিঠুন চক্রবর্তী, বাঁ-দিক। বিচারপতি কৌশিক চন্দ, ডানদিকে
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 5:52 PM

কলকাতা: এক সময় ঘোষিত বিজেপি সমর্থক ছিলেন তিনি। তাই তিনি নন্দীগ্রাম মামলার বিচার করলে রায় পক্ষপাতদুষ্ট হতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে নন্দীগ্রাম বিধানসভায় পুর্নগণনার মামলা স্থানান্তর করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ফের কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানালেন ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া তারকা মিঠুন চক্রবর্তীও।

ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী। বলা ভাল, ফিল্মি ডায়লগ দিয়েছিলেন। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে মানিকতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি। এরপর মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে কৌশিক চন্দের এজলাসে নথিভুক্ত করা হয়। কিন্তু, মঙ্গলবার মিঠুনের আইনজীবী মৃত্যুঞ্জয় পাল আবেদন জানান, এই বেঞ্চ থেকে যেন মামলা সরানো হয়।

আরও পড়ুন: ‘কৌশিক চন্দ সক্রিয় বিজেপি সমর্থক ছিলেন’, পক্ষপাতদুষ্ট রায়ের আশঙ্কায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি মমতার

মঙ্গলবার দুপুর ২ টোয় কৌশিক চন্দের এজলাসে মামলাটির শুনানি শুরু হলে রাজ্যের মতামত জানতে চান বিচারপতি। তখন রাজ্যের মতামত জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সময় মঞ্জুর করেন বিচারপতি। যদিও মামলাটি কৌশিক চন্দের এজলাস থেকে সরবে কি না সেটা এখনও জানা যায়নি। মামলাটির আগামী শুনানি হবে শুক্রবার।

আরও পড়ুন: ‘আলাপন সৎ আমলা, দক্ষ প্রশাসক, তাই নিষ্ঠুর-হৃদয়হীন আচরণ করছে কেন্দ্র’, কটাক্ষ তৃৃণমূলের