Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের আন্দোলনে তপ্ত করুণাময়ী, আন্দোলনকারীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তুলল পুলিশ
Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের স্পষ্ট প্রশ্ন, ২ বার তাঁরা ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু, এখনও মেলেনি চাকরি। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন থেকে তাঁরা পড়ে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছেন। চলছে ধরনা, অবস্থান। আর কতদিন তাঁদের এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে?
কলকাতা: আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের তপ্ত রাজপথ। আচার্য সদন অভিযানে তুমুল উত্তেজনা। করুণাময়ীতে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। গন্তব্য এসএসসির অফিস। কিন্তু পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে নিয়েও যাওয়া হয়। যদিও তখনও থামেনি স্লোগান। ক্ষোভে ফুটতে থাকেন আন্দোলনকারীরা। একজন তো তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন, এই নির্লজ্জ, অপদার্থ কমিশনকে ধিক ধিক ধিক্কার। অবিলম্বে কাউন্সিলিংয়ের নোটিস দিতে হবে। আমাদের দাবি মানতে হবে।
সূত্রের খবর, এদিন করুণাময়ী মেট্রো স্টেশন দিয়ে চাকরিপ্রার্থীরা বের হতেই পুলিশ তাঁদের কার্যত ঘিরে ফেলে। তুলে ফেলা হয় পুলিশের গাড়িতে। সেই সময়েই পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরিপ্রার্থীদের। সিঁড়ি দিয়ে টানতে টানতে তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় থানায়। গোটা করুণাময়ী চত্বর এদিন দুপুরে কার্যত পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়। বেশ কিছুক্ষণের জন্য যানজটেরও সৃষ্টি হয়।
চাকরিপ্রার্থীদের স্পষ্ট প্রশ্ন, ২ বার তাঁরা ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু, এখনও মেলেনি চাকরি। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন থেকে তাঁরা পড়ে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছেন। চলছে ধরনা, অবস্থান। আর কতদিন তাঁদের এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে? এর সুরাহা কবে হবে? প্রসঙ্গত, আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ২ বার ইন্টারভিউ দিলেও একবার তাঁদের প্যানেল বাতিল হয়ে যায়। তারপর তাঁদের নিয়োগ পুরোপুরি দাঁড়িয়ে থাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ও এসএসসির কাজের উপরে। তাই গোটা প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় সে কারণেই তাঁরা এদিন ফের রাস্তায় নেমে আন্দোলনে মুখর হন। পুলিশি বাধার মুখে পড়লেও তাঁদের সাফ দাবি, চাকরি না মেলা পর্যন্ত তাঁরা পিছু হটবেন না, চলবে আন্দোলন।