‘টাটাকে শিল্প করতে না দেওয়া সবচেয়ে বড় ব্লান্ডার’, ফের মুকুলের গলায় অনুশোচনা
মুকুলের কথায়, ‘২০১৮-তে আমি আগেও বলেছি, আবার বলছি। টাটাকে পশ্চিমবঙ্গে শিল্প করতে না দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার। এতে যারা শিল্প করতে আসে বা আসবে, তারা আর আসেনি।'
কলকাতা: সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) সময় মমতার তৎকালীন বিশ্বস্ত সৈনিক মুকুল রায়ের (Mukul Roy) গলায় আবারও শোনা গেল অনুশোচনার সুর। এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এক সাংবাদিক বৈঠকে বাংলার বেকারত্ব ইস্যুতে কথা বলছিলেন। সেই সময় সিঙ্গুরে টাটার কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গের উত্থান হলে মুকুল বলেন, ‘টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা সবচেয়ে বড় ভুল।‘
মুকুলের কথায়, ‘২০১৮-তে আমি আগেও বলেছি, আবার বলছি। টাটাকে পশ্চিমবঙ্গে শিল্প করতে না দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার। এতে যারা শিল্প করতে আসে বা আসবে, তারা আর আসেনি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯টা মেলা হয়েছে। বলা হয়েছে প্রচুর শিল্প আসবে। কিন্তু কিচ্ছু আসেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলুন। এতোগুলো মেলা করতে কত টাকা খরচ হয়েছে, আর বাংলার মানুষ তার বদলে কী পেয়েছে।‘
রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ক্ষমতায় এলে রাজ্যে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তারা নতুন প্রকল্প শুরু করছে। এই প্রকল্পের মাধ্যমেরাজ্যের ৭৫ লক্ষ বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে। রবিবার থেকেই পশ্চিমবঙ্গের বেকার যুবকরা চাকরির প্রতিশ্রুতি কার্ডে নিজেদের নাম নথিবদ্ধ করাতে পারে বলে জানিয়েছে বিজেপি। ভোটের বাজারে বিজেপি এই নয়া কার্ড গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘মমতা কাল মারা গেলে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে’, বিস্ফোরক মুকুল
তবে তার মানে এটা কখনই নয় যে ৭৫ লক্ষ বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। মুকুলের কথায়, ‘আমরা তো বলতে পারি না একেবারে ৭৫ লক্ষ যুবকদের চাকরি দেব। তবে এটা বলতে পারি, আমরা তাঁদের অবহিত করছি। আমরা তাঁদের সঙ্গে থাকব। চাকরি নিশ্চিত করার ব্যবস্থা করব বেকারদের।’ একই সঙ্গে মমতাকে তাঁর কটাক্ষ, বাংলায় এই মুহূর্তে ১৮ শতাংশ বেকারত্ব। আর মুখ্যমন্ত্রী বলছেন বেকার যুবকদের চপ ভাজতে।
আরও পড়ুন: ভোট-বাজারে ৭৫ লক্ষ যুবককে ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’, বড় ঘোষণা বিজেপির