Firhad Hakim: ‘৩ হাজার প্রার্থী, ৩০টা জায়গাতেও গোলমাল হয়নি…’, তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভে আলাদা গুরুত্ব নয়, বোঝালেন ফিরহাদ
Firhad Hakim: রবিবার বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে প্রচারে যান ফিরহাদ হাকিম।
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে দু’দিন ধরে। শুক্রবার তালিকা প্রকাশ করার পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে প্রতিবাদের খণ্ডচিত্র ধরা পড়েছে। কোথাও অভিযোগ উঠেছে, প্রার্থী বহিরাগত। অর্থাৎ যে ওয়ার্ডে টিকিট পেয়েছেন তিনি সেই ওয়ার্ডের বাসিন্দাই নন। কোথাও আবার বলা হয়েছে, এমন কাউকে প্রার্থী করেছে দল যাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগ ঘিরেই গত দু’দিন ধরে রাস্তা অবরোধ করে কিংবা নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হচ্ছে। অপছন্দের প্রার্থীকে বদলাতেই হবে, দাবি উঠেছে। আবার কেউ সেই বদলের আশা ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন। এ নিয়ে বিরোধীদের তোপও এসেছে প্রচুর। তবে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূলের অ্যাডহক কমিটির সদস্য ফিরহাদ হাকিমের দাবি, বিক্ষোভ বলে কিছুই নেই। হাতে গোনা কয়েকজন এসব করছেন। ভুল বোঝাবুঝির কারণে এসব হচ্ছে। সমস্ত কিছুই মিটে যাবে।
রবিবার বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে প্রচারে যান ফিরহাদ হাকিম। সেখানেই ফিরহাদ হাকিম বলেন, “কিছু বিক্ষোভ নেই। আমাদের সব মিলিয়ে প্রায় ৩ হাজার প্রার্থী। তার মধ্যে ৩০টা জায়গায়ও গন্ডগোল হয়নি। অর্থাৎ ১ শতাংশও নয়। কিন্তু একটা গন্ডগোলকে ৪০ বার দেখালে মনে হচ্ছে অনেক গোলমাল হচ্ছে। আসলে কোথাও গন্ডগোল নেই। দু’টো চারটে জায়গায় কিছু ভুল বোঝাবুঝি আছে। সেগুলি ঠিক হয়ে যাবে।” একইসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, এই তালিকা তৈরির আগে সকলকে ডেকে, সবার সঙ্গে আলোচনা করে, অনেক খেটে তৈরি হয়েছে। তাই এ বিষয়ে দলের সিদ্ধান্তে সকলের ভরসা রাখাই উচিৎ বলে মনে করেন ফিরহাদ।
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে ১০৭টি পুরসভার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। এদিকে তালিকা সামনে আসতেই শুরু হয় বিতর্ক। শুধুমাত্র কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নয়, কে তালিকা তৃণমূলের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে, তা নিয়ে বিতর্ক দানা বাধে। তৃণমূল সূত্রে জানা যায়, ওই তালিকায় কিছু বদল হওয়ার কথা ছিল আগে থেকেই। অথচ তার আগেই প্রকাশ্যে আনা হয় তা।
এ প্রসঙ্গে শনিবারই ফিরহাদ হাকিম বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, কেউ পাসওয়ার্ডের অপব্যবহার করে এই কাজ করেছেন। ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল, “টিকিটের চাহিদা বেশি ঠিকই। কিন্তু পার্থদা, বক্সীদারা অনেক কষ্ট করে সবার সঙ্গে কথা বলে একটা তালিকা করেছেন। তালিকায় অনেকেই অনেক নাম রাখতে পারেন। কিন্তু তা বলে আমার কাছে ওয়েবসাইটের পাসওয়ার্ড রয়েছে বলে সেটা আমি হঠাৎ করে দিয়ে দিলাম এটা অন্যায়। এই পাসওয়ার্ডটাই কেউ অন্যায়ভাবে ব্যবহার করেছে। সুতরাং এটা অন্যায়। যে তালিকা সুব্রত বক্সী সই করে দিয়েছেন সেটাই চূড়ান্ত তালিকা।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা