Lata Mangeshkar Passed Away: ‘নাইটিঙ্গেলের’ প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নর!
West Bengal Goverment: ৭ ফেব্রুয়ারী রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি সমস্ত অফিস,পুরসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে।
কলকাতা: প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে শ্রদ্ধা জানাতে আগামীকাল সোমবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারী রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি সমস্ত অফিস,পুরসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে। এর পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামীকাল রবীন্দ্র সদনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে সুর সম্রাজ্ঞীকে। পাশাপাশি পনেরো দিন রাজ্যে বাজবে লতাজীর গান। এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মৃত্যুকালে এই কিংবদন্তীসঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। কোভিড পজিটিভ ধরা পড়ার পরই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃদু উপসর্গ নিয়ে আইসিইউতে ভরতি হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়েও উঠছিলেন বলে ডাক্তাররা জানিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে শারীরিক অবনতি হয় তাঁর। আর তারপর আজ এই মর্মান্তিক ঘটনা। আপতত তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে। লতাকে শেষশ্রদ্ধা জানাতে বেলা ৪.৩০ টে নাগাদে মুম্বইয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, কিংবদন্তী এই গায়িকা শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভারতের প্রয়াত আইকন, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই। তাঁর পরিবার এবং কোটি কোটি গুণমুগ্ধের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। গোটা পৃথিবী জুড়ে তাঁর সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো, আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম এবং কৃতজ্ঞ বোধ করেছিলাম। তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল।”