Murder in Bhowanipore: শেষ কথা ছোটো মেয়ের সঙ্গে, দুপুর ১ থেকে আড়াইটের মধ্যেই ‘অপারেশন’, ভবানীপুর দম্পতি খুন কাণ্ডে নয়া তথ্য
Murder in Bhowanipore: পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের সব থেকে কাছে থাকা ৩টি সিসিটিভি বিকল থাকলেও আশেপাশের রাস্তা, এলাকা ও বাসিন্দাদের বাড়িতে থাকা ১০০-র বেশি সিসিটিভি চিহ্নিত করে ফুটেজ খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা।
কলকাতা: দুপুর ১ টা নাগাদ ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল দম্পতির। দুপুর আড়াইটের পর থেকেই আর ফোনে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১টা থেকে আড়াইটের মধ্যেই খুনের ঘটনা ঘটে বলেই প্রথমিক ভাবে অনুমান তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে উঠে আসা সময় ধরে এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা । তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দম্পতির ঘর থেকে যে দুটো ফোন মিসিং ছিল তার মধ্যে এক ফোন দুপুর পর্যন্ত খোলা ছিল, সেটি রিং হচ্ছিল। ওই ফোনের শেষ টাওয়ার লোকেশন গ্রেট ইস্টার্ন। লোকেশন পেলেও ফোন এখনও উদ্ধার হয় নি বলেই পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের সব থেকে কাছে থাকা ৩টি সিসিটিভি বিকল থাকলেও আশেপাশের রাস্তা, এলাকা ও বাসিন্দাদের বাড়িতে থাকা ১০০-র বেশি সিসিটিভি চিহ্নিত করে ফুটেজ খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা।
সোমবার সন্ধ্যায় ভবানীপুর হরিশ মুখার্জি স্ট্রিট থেকে এক দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার দুপুরেই এসএসকেএম হাসপাতালের মর্গে এসে পৌঁছন নিহত দম্পতি অশোক জে শাহ ও রশ্মিতা শাহের পরিবারের লোকেরা। সূত্রের দাবি, রশ্মিতা শাহকে লক্ষ্য করে গুলিটি চালানো হয়। তাঁর মাথায় বুলেটের আঘাত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় ‘প্লেস অফ ওকারেন্স’ খতিয়ে দেখেছেন সায়েন্টিফিক উইং, হোমিসাইড শাখার গোয়েন্দারা। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোলও।
সূত্রের খবর, এই বাড়ি বিক্রির পরিকল্পনা নিয়েছিলেন অশোক জে শাহ। পুলিশ মনে করছে, এই সংক্রান্ত কোনও বিবাদ থাকতে পারে। খুনের মোটিভ এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।