Nabanna: রাজ্যে বড় রদবদল! ৩ দিনে ৮৭০ সরকারি অফিসারকে বদলি করল নবান্ন

Nabanna: নবান্ন সূত্রে খবর, সোমবার অর্থাৎ ১৬ অক্টোবর ১৫৮ জন আধিকারিককে বদলি করা হয়। তার মধ্যে আইএস আধিকারিক এবং ডব্লিউবিসিএস (এক্সিকিউটি) পদের আধিকারিকরা ছিলেন। ১২১ জন রয়েছেন ডব্লিউবিসিএস অফিসার আর ৩৭ জন আইএএস অফিসার।

Nabanna: রাজ্যে বড় রদবদল!  ৩ দিনে ৮৭০ সরকারি অফিসারকে বদলি করল নবান্ন
ধূপগুড়ি মহকুমা করার প্রস্তাবে সিলমোহর দিয়েছিল নবান্নImage Credit source: File
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 10:28 AM

কলকাতা: পুজোর আগে বড়সড় রদবদল সরকারি আধিকারিকদের। তিনদিনে ৮৭০ অফিসার বদল করল রাজ্য সরকার। তার মধ্যে যেমন রয়েছেন ডব্লিউবিসিএস অফিসাররা তেমনই রয়েছেন আইএএস অফিসারও। পরপর তিনদিনে সরকারি আধিকারিকদের এহেন বদলি নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কী কারণে এত সংখ্যক সরকারি আধিকারিকের বদলি? শুরু হয়েছে জল্পনা। যদিও, বিষয়টিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, সোমবার অর্থাৎ ১৬ অক্টোবর ১৫৮ জন আধিকারিককে বদলি করা হয়। তার মধ্যে আইএস আধিকারিক এবং ডব্লিউবিসিএস (এক্সিকিউটি) পদের আধিকারিকরা ছিলেন। ১২১ জন রয়েছেন ডব্লিউবিসিএস অফিসার আর ৩৭ জন আইএএস অফিসার। এরপর মঙ্গলবার অর্থাৎ ১৭ অক্টোবর ৫৪৬ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হয়। গত ১৮ অক্টোবর বদলি হন ১৬৬ জন ডব্লিউবিসিএস অফিসার।

ফলত, এই নিয়ে তিনদিনে মোট ৮৭০ জন অফিসারকে বদল করা হয়েছে। এত সংখ্যক বদলি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে কোনওদিন এত সংখ্যক বদলি হয়েছে বলে মনে করতে পারছেন না প্রশাসনিক আধিকারিকরা। এর পাশাপাশি বদল হয়েছেন অতিরিক্ত জেলাশাসক বা এডিএম। যুগ্ম সচিবও পর্যায়েও বদল হয়েছে। রয়েছেন এসডিও বা মহকুমাশাসক, রয়েছেন বিডিওরা, রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদের অফিসারও। যদিও, প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিনের বদলি না হওয়ার কারণে একসঙ্গে এতজনের বদলি হচ্ছে।