Narendra Modi in Arambagh: ‘লুঠনে ওয়ালোকো লটানা পড়েগা’, বাংলার বঞ্চনার অভিযোগ নিয়ে কড়া জবাব মোদীর

Narendra Modi in Arambagh: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি এই ইস্যুতেই কলকাতায় রাস্তায় ধরনায়ও বসেছিলেন তিনি।

Narendra Modi in Arambagh: 'লুঠনে ওয়ালোকো লটানা পড়েগা', বাংলার বঞ্চনার অভিযোগ নিয়ে কড়া জবাব মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 6:52 PM

আরামবাগ: প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এমন দাবি বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবিতে তৃণমূল ধরনা দিতে গিয়েছিল দিল্লি পর্যন্ত। অন্যদিকে, দিল্লি বারবার দাবি করে এসেছে, বাংলায় প্রকল্পের টাকা নয়ছয় হচ্ছিল বলেই বন্ধ করে দেওয়া হয়েছে টাকা। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই ইস্যুতে মুখ খুললেন মোদী।

শুক্রবার আরামবাগের জনসভায় দাঁড়িয়ে মোদী বলেন, “তৃণমূল চায় কেন্দ্রীয় যোজনা থেকেও লুঠ করার সুযোগ মিলুক। কিন্তু মোদী এসব চলতে দিচ্ছে না। তাই মোদীকে তৃণমূল ১ নম্বর শত্রু বলে মনে করে। আপনারাই বলুন এই লুঠ কি আমি চলতে দিতে পারি? এদের বিরুদ্ধ ব্যবস্থা নিয়ে ঠিক করছি তো?” প্রধানমন্ত্রী আরও বলেন, “যাঁরা চুরি করেছে, মোদী তাঁদের ছাড়বে না। লুঠনে ওয়ালোকো লটানা পড়েগা। এদের গালিগালাজে মোদী ভয় পায় না।”

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি এই ইস্যুতেই কলকাতায় রাস্তায় ধরনায়ও বসেছিলেন তিনি। কিন্তু কেন টাকা দেওয়া হচ্ছে না, এদিনের বক্তব্যে কার্যত সে কথাই স্পষ্ট করে দিলেন মোদী।

দুর্নীতি ইস্যুতেও ঘাসফুল শিবিরের বিরুদ্ধে এদিন সরব হন প্রধানমন্ত্রী। বলেন, “এত টাকার পাহাড় আগে দেখেছেন? সিনেমাতেও কখনও দেখেননি।” তৃণমূল নেতাদের পকেটে টাকা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে রাস্তায় বসে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী।