Kamduni Case: কামদুনিতে পুলিশের কী কী করণীয়, DGP-কে স্মরণ করিয়ে দিল জাতীয় মহিলা কমিশন
Kamduni Case: রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে রেখা শর্মা লিখেছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব। এই 'উদ্বেগজনক' পরিস্থিতিতে পুলিশের কাছে অনুরোধ, তাঁরা যাতে নির্যাতিতার পরিবারকে অবিলম্বে যথাযথ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন
কলকাতা: কামদুনিকাণ্ডে এবার রাজ্য পুলিশকে কড়া চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে দু’পাতার চিঠি পাঠিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ২০১৩ সালের ওই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায় এসেছে। দু’জনের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেও, বাকি চারজন ইতিমধ্যেই ছাড়া পেয়েছে জেল থেকে। এমন অবস্থায় কামদুনি গ্রামে যাতে মহিলাদের নিরাপত্তায় কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে রেখা শর্মা লিখেছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব। এই ‘উদ্বেগজনক’ পরিস্থিতিতে পুলিশের কাছে অনুরোধ, তাঁরা যাতে নির্যাতিতার পরিবারকে অবিলম্বে যথাযথ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। একইসঙ্গে যারা ছাড়া পেয়েছে, তাদের গতিবিধির উপরও নজর রাখার জন্য মনোজ মালব্যকে অনুরোধ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্টও কমিশনের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গ্রামে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারীরা। সেখান থেকেই রাজ্য সরকার ও রাজ্যে সিআইডির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যের সিআইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরাও। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ইতিমধ্যেই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছে চার জন। এমন অবস্থায় রাজ্য পুলিশের ডিজিকে জাতীয় মহিলা কমিশনের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।