নারী ঘটিত সব অভিযোগের সমাধান চাই ১৫ দিনে, রাজ্যকে ‘ডেডলাইন’ জাতীয় মহিলা কমিশনের
রাজ্যে দিনের পর দিন বাড়ছে মহিলা ঘটিত অপরাধ। নারী পাচারের মতো ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যপাল। রাজ্যে অভিযোগের রীতিমতো পাহাড় জমে গিয়েছে। অথচ সমাধান হচ্ছে না বেশিরভাগ অভিযোগের।
সৌরিক কর: রাজ্যে দিনের পর দিন বাড়ছে মহিলা ঘটিত অপরাধ। নারী পাচারের মতো ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যপাল। রাজ্যে অভিযোগের রীতিমতো পাহাড় জমে গিয়েছে। অথচ সমাধান হচ্ছে না বেশিরভাগ অভিযোগের। যা নিয়ে এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত হয়ে উঠলেন জাতীয় মহিলা কমিশনের (National Women Commission) চেয়ারপার্সন রেখা শর্মা।
TV9 বাংলার প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এদিন তিনি জানিয়ে দিয়েছেন, ১৫ দিনের মধ্যে জমে থাকা সমস্ত অভিযোগ সমাধান করতে হবে। মহিলা ঘটিত অপরাধ নিয়ে রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও কলকাতার পুলিস কমিশনারকে দেখা করার আবেদন জানালেও তাঁরা কেউ দেখা করেননি। এমন অভিযোগও তুলেছেন তিনি। তার বদলে পাঠিয়ে দিয়েছিলেন এমন কিছু জুনিয়রকে। যাঁদের নারী সুরক্ষার বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে ন্যূনতম জ্ঞান নেই। নারী সুরক্ষার প্রতি রাজ্য সরকারের এই উদাসীনতা অবাক করেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে।
আরও পড়ুন: সীমান্তে চিনের কার্যকলাপ শান্তি সমঝোতা লঙ্ঘন করছে: কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক
প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে এদিন রেখাদেবী বলেছেন, তাঁর কাছে এমন প্রায় ২২টি অভিযোগ জমা পড়েছে। যেখানে পুলিস পকসো কেস থাকলেও তা দায়ের করতে চাইছে না। সেই সমস্ত অভিযোগকারীদের সঙ্গে তাঁর ব্যক্তিগত ভাবে কথা হয়েছে বলে জানিয়েছেন রেখা শর্মা। তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি বিধবারা বৃন্দাবনে চলে যাচ্ছেন। কেন এমনটা হচ্ছে? তাদের পরিবারকে কেন বোঝানো হচ্ছে না? এ বিষয়ে এই নিয়ে গুরুতর কিছু প্রশ্ন তুলে দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন।
আরও পড়ুন: আর সরকারে নয়, এবার সুপ্রিম দরজায় কড়া নাড়লেন কৃষকরা