Nawsad Siddique: ধর্ষণের মামলায় আগাম জামিন পেলেন নওশাদ

Nawsad Siddique: নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে বউবাজার থানায় মামলা দায়ের করেছিলেন এক তরুণী। সেই মামলাতেই তাঁকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট।

Nawsad Siddique: ধর্ষণের মামলায় আগাম জামিন পেলেন নওশাদ
নওশাদ সিদ্দিকিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 9:43 AM

কলকাতা: ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে আগাম জামিন দেয়। আদালতের নির্দেশ, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে বউবাজার থানায় মামলা দায়ের করেছিলেন এক তরুণী। সেই মামলাতেই তাঁকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট।

গত ১২ জুলাই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলায় রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই রক্ষাকবচ দিয়েছিল। এবার সেই মামলায় আগাম জামিন পেলেন নওশাদ।

পঞ্চায়েত নির্বাচনের ঠিক তিন দিন আগে ৫ জুলাই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এক মহিলা ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তোলেন। ওই মহিলাকে নওশাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ক্ষেত্রে সহযোগিতা করেন সল্টলেক পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। প্রথম থেকেই এই অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছিলেন নওশাদ।

অভিযোগকারিনীর পরিচয় যখন প্রকাশ্যে আসে, তখন আরও বেশি রাজনৈতিক জলঘোলা হয়। জানা যায়,  ডোমকল শহরে তৃণমূলের সর্বশেষ কমিটির পাঁচ জনকে সাধারণ সম্পাদকের মধ্যে এক জন ছিলেন ওই মহিলা। তাঁর অভিযোগ ছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিটে নওশাদের অফিসের তিনি গিয়েছিলেন। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করা হয় বলে অভিযোগ।