BJP-RSF Clash in Jadavpur: রাস্তায় ফেলে বেধড়ক মার, শুভেন্দুকে কালো পতাকা দেখাতেই নকশালপন্থী ছাত্র সংগঠন-বিজেপি সংঘর্ষে তপ্ত যাদবপুর
BJP-RSF Clash in Jadavpur: এদিন যাদবপুরে ধরনায় বসে বিজেপির যুব মোর্চা। সেখানে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার মুখে তাঁকে দেখানো হয় কালো পতাকা। সেই ঘটনা থেকেই মূল ঝামেলার সূত্রপাত বলে খবর।
কলকাতা: একদিন আগেই এসএফআই-আইসা বনাম তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর (Jadavpur University) ক্যাম্পাস। বাম-তৃণমূল, দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। এদিকে এদিনই আবার যাদবপুরে এসেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই ফের তপ্ত যাদবপুর ক্যাম্পাস। নকশালপন্থী ছাত্র সংগঠন-বিজেপির মধ্যে শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। এক ছাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় শেষে ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, এদিন যাদবপুরে ধরনায় বসে বিজেপির যুব মোর্চা। সেখানে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার মুখে তাঁকে দেখানো হয় কালো পতাকা। সেই ঘটনা থেকেই মূল ঝামেলার সূত্রপাত বলে খবর। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী যখন তাঁর রাজনীতিক কর্মসূচি শেষ করে ফিরে যান তখন চার নম্বর গেটের সামনে যাদবপুরের কিছু পড়ুয়া শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান। এদের বেশিরভাগই আবার রেভলিউশনারি স্টুডেন্স ফ্রন্ট বা আরএসএফ নামের নকশালপন্থী ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে খবর। সেই সময় পিছন থেকে বিজেপির কর্মী সমর্থকেরা ছুটে আসেন। এই অতিবাম সংগঠনের সদস্যদের প্রতিহত করার চেষ্টা করা হয়। আরএসএফের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল তর্কাতর্কি, ধস্তাধস্তি। মুহূর্তেই তা হাতাহাতিতে গড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রকাশ্য রাজপথেই বেঁধে যায় তুমুল সংঘর্ষ। একজন রীতিমতো রক্ষাক্ত হন। আরএসএফের দাবি, ওই ছাত্র তাঁদের সংগঠনের সদস্য। বিজেপির লোকজনই তাঁকে মারধর করেছে। যদিও পরবর্তিতে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
যদিও বিজেপির দাবি, যে ছাত্রকে মার খেয়েছেন তাঁকে মেরেছে সিপিআইএমের লোকজন। মারের পিছনে তাঁদের হাত নেই। মেরেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের লোকজন। তাঁরা মারধর করে বিষয়টা বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে। বিজেপির এও অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদেরও এদিন ব্যাপক মারধর করা হয়েছে।