PTTI Protest: একদিকে পুজোর মিছিল অন্যদিকে বিক্ষোভ, চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে তোলা হল গাড়িতে
Kollata: একদিকে যখন ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে শহরে, অপরদিকে এই শহরেরই অপর প্রান্তে দেখা গেল এমন ছবি।
কলকাতা: বিকাশ ভবন অভিযানে ধুন্দুমার। পিটিটিআই (PTTI) চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশি বাধার অভিযোগ। রীতিমত চ্যাংদোলা করে এক বিক্ষোভকারীকে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। একদিকে যখন ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে শহরে, অপরদিকে এই শহরেরই অপর প্রান্তে দেখা গেল এমন ছবি।
এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতেন। সূত্রের খবর, বিকাশ ভবন লাগোয়া সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে থেকে পিটিটিআই চাকরি প্রার্থীরা মিছিল করে বিকাশ ভবনের সামনে আসেন। নেতৃত্ব দিচ্ছিলেন পিণ্টু পাড়ুই নামে সংগঠনের নেতা। সেই সময় প্রতীকী হিসেবে তাঁরা টেটর সার্টিফিকেট পুড়িয়ে দেন। তাঁদের বক্তব্য, অনেকের ডিএ বকেয়া রয়েছে। যাঁদের চাকরি পাওয়ার কথা তাঁদের মধ্যে অনেকেই চাকরি পাননি। যাঁরা টেট পাশ করেছে তাঁরাও চাকরি পাননি। শুধু তাই নয়, যাঁদের ১০ শতাংশ সংরক্ষণের কথা ছিল সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি।
এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। তবুও আমরা চাকরি পাইনি।’ আরও এক চাকরি প্রার্থীর বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যথন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কনফারেন্স করে বলেছিলেন আমি তিন বছরে তিন ধাপে নিয়োগ সম্পূর্ণ করব। প্রত্যেক পিটিটিআই চাকরি প্রার্থী চাকরি পাবেন। বয়স আমাদের চল্লিশ পেরতে চলল তবুও আজ পর্যন্ত আমরা চাকরি পাইনি। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম।’বিক্ষোভকারী বলেন, ‘এটা কোনও নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যখনই বিক্ষোভ করতে গিয়েছি। পুলিশ আমাদের বাধা দিয়েছে।
বস্তুত, আজ শহরে শুভ সূচনা পুজোর। পুজো শুরুর এক মাস আগেই উত্সবের ঢাকে কাঠি পড়তে চলেছে। ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ পথে নামবে কলকাতা-সহ গোটা বাংলা। পায়ে পায়ে সূচনা হবে শারদোত্সবের। বৃহস্পতিবার থেকেই শহর কলকাতা ঢুকে পড়বে পুজোর মুডে। কয়েক মাস আগে ইউনেসকো বাংলার পুজোকে স্বীকৃতি দিয়েছে। তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর ডাকে বৃহস্পতিবার পথে কলকাতা ও বাংলা। জেলায় জেলায় চলছে মিছিল। তবে তার মধ্যেই ভিন্ন ছবি। চাকরি প্রার্থীরা নিজেদের দাবি নিয়ে অনড়। চাকরির জন্য মিছিল করছেন তাঁরা। ফলত, উৎসবের রেশে এই বিক্ষোভ কর্মসূচি কিছুটা হলে ফিকে পড়ছে মনে করছে ওয়াকিবহাল মহল।