Covid Bulletine: রাজ্যে এক ধাপে অনেকটা কমল দৈনিক সংক্রমণ কমল, তবে সামান্য বাড়ল মৃত্যুর সংখ্যা
Covid in Bengal: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৫০ জন।
কলকাতা : রাজ্যে এক ধাপে অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ (Covid-19)। তবে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯১০ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। পজিটিভিটি রেট নেমেছে ৫.৪৯ শতাংশে। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২৭ জন। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৮১৭টি। গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮। দেশের মোট আক্রান্তের ৪.৪৩ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু:রবিবার-১, সোমবার-১।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭০ জন। মৃত্যু:রবিবার-০, সোমবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৫ জন। মৃত্যু:রবিবার-১, সোমবার-০ ।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৪ জন। মৃত্যু:রবিবার-২, সোমবার- ১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৯ জন। মৃত্যু:রবিবার-১, সোমবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-৪।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০ জন। মৃত্যু:রবিবার-১, সোমবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০১ জন। মৃত্যু:রবিবার-০, সোমবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০,।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৩ জন। মৃত্যু:রবিবার-১, সোমবার- ২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৭ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৭ জন। মৃত্যু:রবিবার-৫, সোমবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ১৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭১ জন। মৃত্যু:রবিবার-৪, সোমবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৮৯ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-১৩।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪০ জন। মৃত্যু:রবিবার-০, সোমবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৫২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০১ জন। মৃত্যু: রবিবার-৮, সোমবার-৫।
আরও পড়ুন : BJP Worker Kidnapped: পঞ্চায়েত দখল করতে তাদের সদস্যকে অপহরণ শাসকদলের, বিজেপির অভিযোগে তোলপাড় জয়নগর