Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coronavirus : নয়া ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে চিন্তা, গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা কোথায় দাঁড়াল?

Coronavirus : রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ১৮ হাজার ৫৮৯ জন।

Coronavirus : নয়া ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে চিন্তা, গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা কোথায় দাঁড়াল?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 10:45 PM

কলকাতা: বছর শেষে গোটা দেশবাসীর উদ্বেগ বাড়িয়ে ফের চাওড়া হচ্ছে করোনার (Coronavirus) থাবা। হানা দিয়েছে কোভিডের (Covid 19) নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭। উদ্বেগ বেড়েছে বাংলাতেও (West Bengal)। রাজ্য়ের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনার কবলে পড়েছেন ৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কেউ করোনার কারণে মারা যায়নি। এদিন করোনার কবল থেকে রাজ্যে মুক্ত হয়েছে ৫ জন। অন্যদিকে বর্তমানে গোটা দেশে করোনার মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৪২৮। 

একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে করোনার কারণে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৫ জনের। অন্যদিকে এখনও পর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার ১৭৯ জন। বাংলার পরিসংখ্যান বলছে বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনার কারণে মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। এদিন দিনভর রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ২৩৪ জনের। পজেটিভিটি রেট ০.০৯ শতাংশ। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৪২ জন। এদিন দিনভর রাজ্যে টিকাকরণ হয়েছে ১ হাজার ২৮৯ জনের। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ১৮ হাজার ৫৮৯ জন। করোনা মুক্ত হয়েছেন ২০ লক্ষ ৯৭ হাজার ৬ জন। করোনার নয়া ভ্যারিয়েন্টের হাত থেকে বাঁচতে দ্রুত রাজ্যবাসীকে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদিও তা নিয়ে একটা বড় অংশের মানুষের অনীহায় বাড়ছে চিন্তা। তবে একইসঙ্গে সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত লক্ষাধিক কোভ্যাক্সিন মজুত রয়েছে। কিন্তু, ডিসেম্বর-জানুয়ারিতে মজুত কোভ্যাক্সিনের একাংশের মেয়াদ ফুরিয়ে যাবে। তারপর কী হবে? চিন্তায় রয়েছে রাজ্য। আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই দেখা যেতে পারে ঘাটতি। তবে টিকা বণ্টনের জন্য ইতিমধ্যেই আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে রাজ্য সরকার।

এদিনই আবার কলকাতায় হদিশ মিলেছে কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলার। মহিলার নাম কিলবানে কিরাতি মেরি। তিনি ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা যাচ্ছে। ভর্তি রয়েছেন বেলেঘাটা হাসপাতালে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কোভিড নিয়ে মনিটরিং করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সব দিকে নজর রাখছেন। কেন্দ্রের সহযোগিতা নিশ্চিতভাবে প্রয়োজন। কেন্দ্র তার কর্তব্য পালন করুক।”