Newtown Accident: ম্যাটাডোরকে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনায় প্রাণ গেল চালকের
Newtown Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে নিউ টাউন কয়েদি মোড় থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল একটা পণ্যবাহী গাড়ি। যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

কলকাতা: সাতসকালে নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত হয়েছে আরও এক জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউনের কদমপুকুর মোড়ে। ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে নিউ টাউন কয়েদি মোড় থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল একটা পণ্যবাহী গাড়ি। যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সজোরে গিয়ে ধাক্কা মারেন উল্টোদিক থেকে আসা একটা ম্যাটাডোরকে। কদমপুকুর মোড় এলাকায় প্রায় ৯০ ডিগ্রি হেলে উল্টে যায় গাড়িটি। চালক ভিতরেই আটকে পড়েন। যতক্ষণে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন, ভিতরে মৃত্যু হয় চালকের। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় অপর এক আরোহীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে ভিআইপি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ড্রাইভারকে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ওই দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,অত্যাধিক গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা। যান্ত্রিক কোনও গোলোযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তাছাড়া নিউটাউনগামী ওই রাস্তায় গতি নিয়ন্ত্রণ চেকিংয়ের মেশিনও বসানো হয়েছে। তারপরও ভোরে ও রাতে ওই রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চলাচল করে। ফলে দুর্ঘটনা ঘটেই থাকে। এই বিষয়ে পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা।





