Cattle Smuggling Case: ‘অভিযোগ আগে প্রমাণ করুক সিবিআই’, গরু পাচার মামলায় সিবিআই দফতরে কেষ্ট ঘনিষ্ট কেরিম খান
Cattle Smuggling Case: সিবিআই-এর অভিযোগ, নানুর দিয়ে গরু পাচারের দায়িত্বে ছিলেন এই কেরিম খান। তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
![Cattle Smuggling Case: 'অভিযোগ আগে প্রমাণ করুক সিবিআই', গরু পাচার মামলায় সিবিআই দফতরে কেষ্ট ঘনিষ্ট কেরিম খান Cattle Smuggling Case: 'অভিযোগ আগে প্রমাণ করুক সিবিআই', গরু পাচার মামলায় সিবিআই দফতরে কেষ্ট ঘনিষ্ট কেরিম খান](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/11/Kerim-Khan.jpg?w=1280)
কলকাতা:
কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে তলব সিবিআই-এর। বৃহস্পতিবার সিবিআই-এর নিজাম প্যালেস দফতরে হাজিরাও দিলেন কেরিম খান। যাবতীয় নথিপত্র নিয়ে এ দিন সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। সকাল ১১টার কিছুটা পর তিনি দফতরে পৌঁছন। এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেরিম খানকে। সিবিআই সূত্রে খবর, বীরভূমের নানুর দিয়ে প্রচুর সংখ্যক গরু পাচার হত। সিবিআই-এর দাবি, নানুর দিয়ে গরু পাচারের দায়িত্বে ছিলেন এই কেরিম খান। তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
এদিন সিবিআই দফতরে ঢোকার সময়ে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখায় কেরিম খানকে। আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত কিনা, সে বিষয়ে প্রশ্ন করাতেই ‘প্রত্যয়ী’ কেরিম বললেন, “না না, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রশ্নই ওঠে না। সিবিআই যা বলছে, তা আগে ওরা প্রমাণ করুক। আমরা সবরকম সহযোগিতা করব।” উল্লেখ্য, এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত কেরিম খান। অনুব্রতর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে এর আগে সিবিআই জিজ্ঞাসা করেছিল কিনা, সাংবাদিকরা প্রশ্ন করলে নেতিবাচক উত্তরই দিয়েছেন কেরিম খান। তিনি বলেন, “অনুব্রতর বিষয়ে কোনও কথা আমায় জিজ্ঞাসা করেনি।”
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে থেকেই সিবিআইয়ের র্যাডারে ছিলেন কেরিম খান। কেরিম খানের বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। গরু পাচার মামলায় তদন্ত যত এগোয়, তাঁর নাম আরও জোরালো হয়ে ওঠে। এ দিন তাঁর আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয় সিবিআইয়ের তরফে।
এদিকে, আবার গরু পাচার মামলাতেই আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সকাল ১০টার পর দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন। বুধবারও ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ৮ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গরু পাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি। তাই এক যোগে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)