NIA Investigation: মোমিনপুরে NIA টিম, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান
NIA Investigation: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মোমিনপুরের ঘটনায় আগেই সব নথি চেয়েছিল এনআইএ। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে তৈরি হয়েছে সিট।
কলকাতা : স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর শনিবার মোমিনপুর পরিদর্শন করল এনআইএ-র একটি টিম। এদিন প্রথমে লালবাজারে যায় ওই টিম। পরে মোমিনপুর এলাকা ঘুরে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের তরফে একটি সিট গঠন করা হয়েছে।
এদিন এনআইএ-র যে টিম ঘটনাস্থলে যায়, সেই টিমে ছিলেন এসপি, ডিএসপি সহ অন্যান্য অফিসাররা। এলাকার ভিতরে গিয়ে নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করার কাজও হয় এদিন। এসপি ডিআর সিং ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রথমে বেরিয়ে যান। তারপরও বেশ কিছুক্ষণ ধরে চলে তদন্তের কাজ।
শনিবার সকালে লালবাজারে এনআইএ-র ওই টিম পৌঁছয় দুপুর প্রায় পৌনে একটা নাগাদ। হাইকোর্টের নির্দেশে যে সিট গঠন করা হয়, সেই সিটের মাধ্যমে এতদিন কী কী তদন্ত চলেছে, সেই সবকিছু খতিয়ে দেখছেন তাঁরা। সূত্রের খবর, এই সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা গিয়েছে, মোমিনপুরের ঘটনায় ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫২, ৩০৭, ৩৩২, ৩৫৩, ৪২৭, ৪৩৬, ও ৪,৫,৬, ২৪, ২৭ ধারায় মামলা রুজু হয়েছে।
মোমিনপুরের অশান্তির ঘটনা নিয়ে মামলা হয় আদালতে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টে। কী পদক্ষেপ করা হয়েছে? তা জানতে চাওয়া হয় রাজ্যের কাছে।
সেই রিপোর্ট জমা পড়ার পর মোমিনপুরের ঘটনার তদন্তে ‘সিট’ গঠনের নির্দেশ দেয় আদালত। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ ছিল, ঘটনার ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করতে হবে। আদালতে রিপোর্ট দিতে হবে পরবর্তী শুনানিতে। এনআইএ তদন্ত হবে কি না, তা কেন্দ্রকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই কেন্দ্রের নির্দেশে এনআইএ-র তরফে ওই ঘটনার সব নথি চাওয়া হয়েছিল।