Nusrat Jahan: ‘সাফাই দিতে আসিনি’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নুসরত

Nusrat Jahan Press meet: আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। অভিযোগ, প্রতারণার টাকায় ফ্ল্যাট কিনেছেন তিনি।

Nusrat Jahan: 'সাফাই দিতে আসিনি', সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নুসরত
সাংবাদিকদের মুখোমুখি নুসরত
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 3:43 PM

কলকাতা: অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের নাম আগেও জড়িয়েছে নানা বিতর্কে। এবার উঠেছে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। সম্প্রতি কয়েকজন ব্যক্তি ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। মূলত টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছে ‘সেভেন সেন্সেস’ নামে এক সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, সেই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। অভিযোগ সামনে আসার পর থেকে নানা মহলে নানা জল্পনা চলেছে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। তবে সাংবাদিক বৈঠক শেষ হওয়ার আগেই কার্যত মাঝপথেই চেয়ার ছেড়ে উঠে চলে যান নুসরত। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারান তিনি।

কী বললেন নুসরত-

  1. এই বিষয়টাকে কোনওভাবেই রাজনীতির সঙ্গে জড়াবেন না। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
  2. আমি এমন কোনও কাজ করিনি। করবও না। আমি চ্যালেঞ্জ করতে পারি দুর্নীতির সঙ্গে কোনও যোগ যদি দেখাতে পারেন, তাহলে আপনারা যা বলবেন তাই হবে।
  3. ২০১৭-র ৬ মে সুদ সহ টাকা এই সংস্থাকে ফেরত দিয়েছি। সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে।
  4. অভিযোগ উঠেছে, আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা। সেই অভিযোগের সাফাই আমি দেব। সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলাম। সেই ঋণ আমি সুদ সমেত ফেরত দিয়েছি। আমার ব্যাঙ্ক স্টেটমেন্টে তার উল্লেখ রয়েছে।
  5. যে কোম্পানির সঙ্গে আমি জড়িত ছিলাম, সেই সংস্থা থেকে আমি ২০১৭ সালের মার্চ মাসে পদত্যাগ করেছি।
  6. কোনও বিষয় না জেনে, আলোচনা করা উচিত নয়। আর একটু ধৈর্য ধরা উচিত ছিল।
  7. যে মামলা বিচারাধীন, তাতে নাক গলানো উচিত নয়, তা সত্ত্বেও নানা ধরনের সমালোচনা হয়েছে।
  8. আমি আপনাদের কোনও সাফাই দিতে আসিনি। যারা ভুল করে, যাদের মনে ভয় থাকে, সাফাই তারা দেয়।
  9. অনেকেই বলেছেন আমি কেন দু দিন চুপ করে ছিলাম। জানিয়ে রাখি, আমি আউটডোরে শুটিং-এ ছিলাম। অনেকে আমার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তাঁদের অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আমি বাড়িতে ছিলাম না।