অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে আপত্তিকর মন্তব্য, এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে এফআইআর

অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। এবার রামদেবের (Ramdev) বিরুদ্ধে সিঁথি  থানায় (Sinthi Police Station) অভিযোগ দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) পশ্চিমবঙ্গ শাখা।

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে আপত্তিকর মন্তব্য, এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে এফআইআর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 28, 2021 | 1:13 PM

কলকাতা: অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। এবার রামদেবের (Ramdev) বিরুদ্ধে সিঁথি  থানায় (Sinthi Police Station) অভিযোগ দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) পশ্চিমবঙ্গ শাখা।

মডার্ন মেডিসিন ও অ্যালোপ্যাথি চিকিৎসা করোনা মোকাবিলা করতে পারবে না, এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন রামদেব। যা নিয়ে বেশ কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় উঠেছে। দেশে বিভিন্ন থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, করোনার চিকিৎসা নিয়ে রামদেব বিভ্রান্তি ছড়াচ্ছেন, আইনানুযায়ী যা একটি অপরাধ। রামদেবে অসাধু উপায়ে নিজের লাভের স্বার্থে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্ট করছেন বলে অভিযোগ। একই সঙ্গে মহামারি রোগ আইন, ১৮৯৭- দুর্যোগ পরিচালনা আইন, ২০০৫- ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে যোগগুরুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়েছে আইএমএ।

আরও পড়ুন: নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

সম্প্রতি সামাজিক মাধ্যমে রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসাকে রামদেব ‘দেউলিয়া ও বোকা বিজ্ঞান’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এও দাবি করেন, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই চিকিৎসক মহলে নিন্দার ঝড় ওঠে। আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে বলেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কেন্দ্রীয় মন্ত্রী রামদেবকে লিখেছিলেন, “আপনি শুধু করোনা যোদ্ধাদের অবমাননাই করেননি, দেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছেন।”